জেটলির বাজেট স্রেফ ‘সংখ্যার ভোজবাজি’, কটাক্ষ যশবন্তের
নরসিংহপুর(মধ্যপ্রদেশ): কেন্দ্রীয় বাজেটকে ‘সংখ্যার ভোজবাজি’ বলে কটাক্ষ করলেন যশবন্ত সিনহা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মতে গরিব ও মধ্যবিত্ত শ্রেণিকে পরিত্রাণ দিতে ব্যর্থ মোদী সরকার।
মধ্যপ্রদেশে কৃষকদের একটি আন্দোলনে অংশ নিতে এসেছিলেন যশবন্ত। সেখানেই তিনি জানান, কৃষক-কল্যাণে কোনও প্রকল্পের সংস্থান নেই এবারের বাজেটে।
তাঁর মতে, নির্বাচনের বছরে বাজেট কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে সুখবর বয়ে আনবে, এটাই প্রত্যাশিত। কিন্তু, জেটলির বাজেট অত্যন্ত হতাশাজনক ছিল।
এর আগে, বহুবার মোদী সরকারের অর্থনৈতিক নীতি এবং প্রশাসন চালানোর ধরন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন যশবন্ত। তিনি বলেন, গরিব ও মধ্যবিত্ত শ্রেণিকে সুরাহা দেওয়ার সুযোগ হাতছাড়া করল কেন্দ্র। তাঁর আক্রমণ, সাধারণ মানুষের বদলে বড় কর্পোরেটদের করে সুরাহা দেওয়া হল।
সিনহার মতে, বাজেটে রবিশস্যের ক্ষেত্রে ফলনের খরচের দেড়গুণ ন্যূনতম বিক্রয় মূল্য হিসেবে ধার্য করেছে কেন্দ্র। কিন্তু, এর জন্য কোনও বরাদ্দ করা হয়নি বা সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
কেন্দ্রীয় বাজেটকে ‘সংখ্যার ভোজবাজি’ হিসেবে কটাক্ষ করে তিনি বলেন, সরকার স্রেফ অর্থের কারিকুরি করেছে। কেন্দ্রের সমালোচনা করার জন্য মঙ্গলবারই রাষ্ট্রমঞ্চ নামে একটি রাজনৈতিক গোষ্ঠী চালু করেন যশবন্ত।
তাঁর অভিযোগ, অর্থমন্ত্রী আজও পরিষ্কার করে জানালেন না যে নোট বাতিল থেকে কী লাভ হল। যশবন্তের দাবি, প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। এটাই মুদ্রাস্ফীতির মূল কারণ।
জেটলির ঘোষিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পেরও তীব্র সমালোচনা করেন যশবন্ত। বলেন, কোথা থেকে টাকা আসবে বা কীভাবে তা কার্যকর হবে, সেই বিষয়ে একটা কথাও বলল না সরকার।