এক্সপ্লোর
যোগী রাজ্যে আমলাদের অনুষ্ঠানের মেনুতে উধাও আমিষ পদ

লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মসনদে এখন যোগী আদিত্যনাথ। সন্ত হিসেবে পরিচিত যোগী রাজনীতির হাত ধরে বসেছেন লখনউয়ের কুর্সিতে। তিনি নিরামিষাশী। কাজেই লখনউ-য়ে আইএএস সপ্তাহের প্রথম দিনের ভুরিভোজে পাতে থাকল না কোনও আমিষ পদ। এক সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পছন্দ ও অপছন্দের কথা মাথায় রেখেই ভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আইএএস সপ্তাহ। এই প্রথম এই অনুষ্ঠানে থাকল না মাছ, মুরগী ও পাঁঠার মাংসের কোনও পদ। ২০১৬-তেও আইএএস সপ্তাহে রাজ্যপাল রাম নায়েকের আয়োজিত রাজভবনের নৈশভোজে ছিল দেদার আমিষ পদ। কিন্তু এবারের আয়োজন একেবারেই নিরামিষ। এতে হতাশ সরকারের পদস্থ আমলারা। অতীতে এ ধরনের অনুষ্ঠানে সবসময়ই আমিষ পদ থেকেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তো আবার এ ধরনের খাবার খুবই পছন্দ করতেন। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত মায়াবতীর আমল ছাড়া প্রতি বছরই আইএএস সপ্তাহ আয়োজিত হয়। প্রতি বছরই উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিকরা এই অনুষ্ঠানে দারুন মজা করেন। অনুষ্ঠানে স্ত্রী বা স্বামীদের সঙ্গে নিয়ে আসেন তাঁরা। চলে নাচ, গান, অভিনয়, খেলাধুলো, হইহুল্লোড়। অখিলেশ জমানায় আইএএস একাদশের সঙ্গে রাজনীতিকদের ক্রিকেট ম্যাচও হত। আর সেই ম্যাচ জাতীয় সংবাদমাধ্যমেও জায়গা করে নিত। কিন্তু রাজ্যপাট বদলে গিয়েছে। নিরামিষাশী যোগীর পছন্দ অনুযায়ী এবার তাই বিদেয় করা হয়েছে আমিষ খাবারকে। তার বদলে ছিল শাহি কোপ্তা, ডাল মাখানি, পনির টিক্কা, ফ্রায়েড রাইস, হান্ডি পনির, গুলাব জামুন ও গাজরের হালুয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















