এক্সপ্লোর
বেসরকারি মেডিক্যাল কলেজে সংরক্ষণে দাঁড়ি টানলেন আদিত্যনাথ
লখনউ: উত্তরপ্রদেশের বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলিতে জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ বন্ধ করে দিল রাজ্য সরকার। তফশিলি জাতি, উপজাতি ও ওবিসি ছাত্রছাত্রীরা আর আলাদা করে কোনও সুবিধে পাবেন না। এই মর্মে যোগী আদিত্যনাথ সরকার একটি নির্দেশ পাশ করেছে।
তবে এর মানে তারা পুরো সংরক্ষণ প্রথা তুলে দিচ্ছে এমনটা নয়। বেসরকারি মেডিক্যাল কলেজগুলির স্নাতকোত্তর কোর্সেই শুধু আর কোটার সুবিধে মিলবে না। ২০০৬ সালে মুলায়ম সিংহ যাদব সরকার রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতেও কোটা বলবৎ করে। বর্তমান সরকার সেই নির্দেশ শুধু প্রত্যাহার করল।
এর ফলে বেসরকারি কলেজগুলির পঠনপাঠনের মান অনেক উন্নত হবে বলে মনে করা হচ্ছে, পাশাপাশি ভাল হবে স্বাস্থ্য পরিষেবা।
যোগী সরকার ঠিক করেছে, রাজ্যে ৬টি এইমস ও ২৫টি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ৫ বছরের মধ্যে এই প্রতিষ্ঠানগুলি তৈরি হয়ে যাবে বলে সরকার জানিয়েছে। নতুন এই কলেজগুলি তৈরি হয়ে গেলে চিকিৎসক হতে আগ্রহী ছাত্রছাত্রীদের সামনে সুযোগ অনেক বেড়ে যাবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement