এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করুন, না হলে অন্যদের জায়গা ছেড়ে দিন, সরকারি আমলাদের বার্তা যোগী আদিত্যনাথের
লখনউ: দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করার জন্যে প্রস্তুত হন, না হলে অন্যদের জায়গা ছেড়ে দিয়ে চলে যান। রবিবার এভাবেই সরকারি আমলা ও রাজনৈতিক নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গোরখপুরে বিজেপি পার্টি অফিসে কর্মীদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বিনোদনের কোনও সময় নেই। বিনোদন করে সময় নষ্ট করলে চলবে না। দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করতে হবে। এপ্রসঙ্গে তিনি সম্প্রতি রায় বরেলিতে এক মহিলার ওপর অ্যাসিড হামলার কথা উল্লেখ করেন। সেই ঘটনার কথা উল্লেখ করে যোগী আদিত্যনাথ বলেন, সেই আক্রান্ত মহিলার সঙ্গে দেখা করতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন এখনও সমস্ত সরকারি কর্মী, আধিকারিকরা পুরনো ধারাতেই কাজ করছেন। এই ঘটনার কড়া সমালোচনা করে তিনি নির্দেশ দেন, হামলাকারীদের গ্রেফতার করে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এরপর তিনি সেই সমস্ত দুষ্কৃতী ও অপরাধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন, যারা এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিজেদের প্রভাব বিস্তার করেছে। তাদের রাজ্য ছেড়ে চলে যেতে বলেছেন যোগী আদিত্যনাথ, না হলে কড়া শাস্তির মুখোমুখি হওয়ার জন্যে প্রস্তুত হতে বলেছেন। এছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থারও যে সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে, সেবিষয়েও বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement