এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
জমি ‘দখল’ করেছেন নির্দল বিধায়ক, জনতা দরবারে অভিযোগ জানাতে এলে কাগজপত্র 'ছুঁড়ে ফেলে দেন' যোগী
![জমি ‘দখল’ করেছেন নির্দল বিধায়ক, জনতা দরবারে অভিযোগ জানাতে এলে কাগজপত্র 'ছুঁড়ে ফেলে দেন' যোগী Yogi allegedly 'insults' man seeking help in land grabbing case against MLA Aman Mani Tripathi জমি ‘দখল’ করেছেন নির্দল বিধায়ক, জনতা দরবারে অভিযোগ জানাতে এলে কাগজপত্র 'ছুঁড়ে ফেলে দেন' যোগী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/04130832/INF.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ গোরখপুরের এক বাসিন্দার। সমস্যার সুরাহার আর্জি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর জনতা দরবারে হাজির হয়েছিলেন। সেখানে তাঁকে ‘অপমান’ করা হয় বলে অভিযোগ করেছেন আয়ূষ সিংহল নামে ওই ব্যক্তি। নির্দল বিধায়ক অমনমণি ত্রিপাঠীর দলবল হুমকি ও বন্দুক দেখিয়ে তাঁকে তাঁর জমি থেকে উত্খাত করেছে বলে অভিযোগ আয়ূষের। এ ব্যাপারে জমির কাগজপত্র নিয়ে তিনি মুখ্যমন্ত্রী জনতা দরবারে অভিযোগ জানাতে গিয়েছিলেন। আয়ূষের দাবি তাঁর ২২.৫ বিঘা জমিতে তিনি যখনই গিয়েছেন,তখনই তাঁকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছে নির্দল বিধায়কের লোকজন।
আয়ুষেক দাবি, ত্রিপাঠীর মদতপুষ্ট দুষ্কৃতীরা তাঁকে মারধরও করেছে এবং হুমকি দিয়েছ যে, ওই জমিতে বিধায়কের অনুমতিতে মাছ চাষ করা হবে।
কান্নায় ভেঙে পড়ে আয়ুষ দাবি করেছেন যে, জনতা দরবারে মুখ্যমন্ত্রী তাঁর জমির কাগজপত্র ছুঁড়ে ফেলে দেন এবং তাঁর অভিযোগ সম্পর্কে কোনও তদন্ত হবে না বলে জানিয়ে দেন। Lতাঁকে ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া হল বলেও অভিযোগ আয়ুষের।
আয়ুষের এই দাবি বহু প্রশ্নচিহ্ন খাড়া করেছে। যদিও আয়ুষের দাবি মিথ্যে বলে জানিয়েছেন গোরখপুরের জেলা শাসক। তিনি বলেছেন, আয়ুষের অভিযোগ ঠিক নয়। এক্ষেত্রে বিবাদ জমির দখল নিয়ে নয়, একটি যৌথ সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে।
জেলা শাসক আরও দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনও কাগজপত্র নিয়ে যাননি আয়ুষ। খালি হাতেই এসেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)