এক্সপ্লোর
Advertisement
গোরক্ষা করছেন,মেয়েদের রক্ষা করতে পারছেন না? মমতাকে বিজেপি যুব নেতা ফতোয়ায় তোপ জয়া বচ্চনের
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লক্ষ টাকা ঘোষণা করেছেন বিজেপির যুবমোর্চার এক নেতা। বিজেপি এই মন্তব্য থেকে দলের দূরত্ব বাড়ালেও তাদের যুব নেতার হুমকি নিয়ে উত্তপ্ত হয়ে উঠল সংসদের রাজ্যসভার অধিবেশন। এ বিষয়ে সরকারের বিবৃতি দাবি করে সরব হন বিরোধী নেতারা।
সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন বলেন, ‘আপনারা গরুকে তো রক্ষা করছেন, মহিলাদের বেলা কী?’
উল্লেখ্য, বিজেপি যুবমোর্চার নেতা যোগেশ ভার্সনে ক্যামেরার সামনে মমতাকে হুমকি দিয়েছেন। বীরভূমে হনুমানজয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জের নিন্দা করতে গিয়ে যোগেশ মমতাকে ‘রাক্ষস’ আখ্যা দিয়ে বলেছেন, ‘যখন ওই ভিডিওটা দেখি তখন একটা কথাই মনে হয়েছিল...কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে এনে দিতে পারে তাহলে আমি তাকে ১১ লক্ষ টাকা দেব’।
রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী মোক্তার আব্বাস নকভি এ ধরনের বিবৃতির নিন্দা করেন। তিনি বলেন, রাজ্য সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
জয়া বচ্চন বলেন, ‘একজন মহিলা সম্পর্কে এ ধরনের কথা বলার সাহস কোথা থেকে আসে? এভাবে আপনারা দেশের মহিলাদের রক্ষা করবেন? আপনারা যে কাজকর্ম তোল্লাই দিচ্ছেন তাতে মহিলার নিরাপত্তার অভাব বোধ করছেন’।
জয়ার এই মন্তব্যের জবাবে বিজেপি সাংসদ রুপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমিও তো মহিলা। আমাকেও পুলিশের সামনে মারা হয়েছে। মুখ্যমন্ত্রী কি এর জবাব দেবেন’?
রূপার এই বক্তব্যের প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। দলের সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, মুখ্যমন্ত্রীকে ‘রাক্ষস’ বলা হচ্ছে। ধর্মের নামে বাংলায় সন্ত্রাস চাপানো হচ্ছে। এই ঘটনার নিন্দা করা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement