National Herald Case Highlights: ৫ দিনে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ, বুধবার সনিয়া গান্ধীকে ফের তলব ইডির
Sonia Gandhi : প্রথম দফায় তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মধ্যাহ্নভোজের জন্য বাড়িতে যান সনিয়া। তারপর সাড়ে তিনটে নাগাদ আবার জিজ্ঞাসাবাদের জন্য তিনি ফিরে আসেন।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : ৫ দিনের মধ্যে সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার দু’দফায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল কংগ্রেস (Congress) সভানেত্রীকে। নিজের বক্তব্য নথিভুক্ত করার পর সন্ধে ৭ টার কিছু আগে ইডি-র অফিস থেকে বের হন সনিয়া গান্ধী। আর কংগ্রেস সভানেত্রী ইডি অফিস ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই বুধবার ফের তাঁকে তৃতীয়বারের জন্য তলব করেছে ইডি।
সনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে এদিন রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ফের পথে নামে কংগ্রেস। সেখান থেকেই কংগ্রেসের শীর্ষনেতাদের আটক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ (Delhi Police)। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যার প্রতিবাদে বলেন, 'ভারত এখন পুলিশ-স্টেট। এটাই সত্যি। মোদিজি রাজা।' যার পাল্টা বিজেপি দিলীপ ঘোষ বলেন, 'জিজ্ঞাসাবাদ করলেই রাস্তায় নামবেন, গাড়ি পোড়াবেন, এই গণতন্ত্রের ওপর ভরসা। আপনারা কি সবার ওপরে নাকি।'
সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদ
২১ জুলাইয়ের পর মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় দ্বিতীয়বার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হন সনিয়া। প্রথম দফায় তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মধ্যাহ্নভোজের জন্য বাড়িতে যান সনিয়া। তারপর সাড়ে তিনটে নাগাদ আবার জিজ্ঞাসাবাদের জন্য তিনি ফিরে আসেন। সব মিলিয়ে এদিন প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সনিয়া গান্ধীকে। এদিনও সনিয়া গান্ধীর সঙ্গে ইডি অফিসে যান প্রিয়ঙ্কা ও রাহুল গান্ধী। প্রিয়ঙ্কা সেখানে থেকে যান।
तानाशाही देखिए, शांतिपूर्ण प्रदर्शन नहीं कर सकते, महंगाई और बेरोज़गारी पर चर्चा नहीं कर सकते।
— Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2022
पुलिस और एजेंसियों का दुरूपयोग करके, हमें गिरफ़्तार करके भी, कभी चुप नहीं करा पाओगे।
'सत्य' ही इस तानाशाही का अंत करेगा। pic.twitter.com/M0kUXcwH8L
রাহুলের নেতৃত্বে কংগ্রেসের প্রতিবাদ
রাহুল ইডি অফিস থেকে সংসদ চত্বরে চলে আসেন। সেখানে তাঁর নেতৃত্বে সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ বাধা দিলে, রাস্তায় বসে পড়েন তাঁরা। এরপর রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষনেতাদের আটক করে, টেনে হিঁচড়ে কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন- ওয়েলে নেমে বিক্ষোভ-স্লোগান, রাজ্যসভায় তৃণমূলের ৭ জন সহ ১৯ জন সাংসদ সাসপেন্ড