NBDA Press Release: নির্দিষ্ট সাংবাদিক ও সঞ্চালকদের বয়কটের সিদ্ধান্ত I.N.D.I.A.-এর, প্রত্য়াহারে কড়া চিঠি NBDA-এর
Ban On Journalists And Anchors: বিজেপি-বিরোধী জোট 'I.N.D.I.A.'-এর মিডিয়া কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে সরব নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন বা NBDA।
নয়াদিল্লি: বিজেপি-বিরোধী জোট 'I.N.D.I.A.'-এর মিডিয়া কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে সরব নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন বা NBDA। নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক ( TV News Journalist) ও সঞ্চালকের (Anchor) 'শো' এবং 'ইভেন্ট'-এ প্রতিনিধি না পাঠানোর (Ban Decision) যে সিদ্ধান্ত 'I.N.D.I.A.'-এর মিডিয়া কমিটি নিয়েছে, তার কড়া সমালোচনা করে এদিন লিখিত বিবৃতি জারি করে NBDA। বিবৃতিতে লেখা, 'I.N.D.I.A.-এর মিডিয়া কমিটির এই সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।'
আর কী জানানো হয়?
নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন-এর লিখিত বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, বিরোধী জোট যে ভাবে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিকের টিভি 'নিউজ শো'বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, তা গণতন্ত্রের মূল সুরের বিরোধী। এর মধ্যে অসহিষ্ণুতার বার্তা নিহিত রয়েছে, মনে করে NBDA। সংবাদমাধ্যমের স্বাধীনতাও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থেকে যায়। NBDA-এর লেখায়, 'বিরোধী জোট সব সময় বহুত্ববাদ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার কতা বলে, কিন্তু তাদের এই সিদ্ধান্ত গণতন্ত্রের মৌলিক শর্ত অর্থাৎ ভাবনা ও মতপ্রকাশের অবিচ্ছেদ্য স্বাধীনতাকে তুচ্ছতাচ্ছিল্য করে।' তাদের মতে, এইভাবে কয়েকজন সাংবাদিক/সঞ্চালকদের বয়কটের সিদ্ধান্ত যেন সেই 'এমার্জেন্সি অধ্যায়'ফিরিয়ে নিয়ে যাবে দেশকে। যখন সংবাদমাধ্যমের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়. স্বাধীন মত দমন করা হত। সার্বিক প্রেক্ষিতে নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন-এর আর্জি, এই ভাবে কয়েকজন সাংবাদিক ও সঞ্চালককে বয়কটের সিদ্ধান্ত যেন অবিলম্বে প্রত্যাহার করে বিরোধী 'I.N.D.I.A.' জোট। কারণ এই ধরনের সিদ্ধান্ত আসলে সাংবাদিকদের চোখরাঙানি ও সংবাদমাধ্যম ও বাকস্বাধীনতা স্তব্ধ করার নামান্তর হয়ে দাঁড়ায়, মনে করছে NBDA।
প্রেক্ষাপট...
হালেই বিজেপি-বিরোধী জোট 'I.N.D.I.A.'-র দায়িত্বপ্রাপ্ত মিডিয়া কমিটি নির্দিষ্ট কয়েকজন সাংবাদিকের নামের তালিকা প্রকাশ করে। তাঁদের সঞ্চালনা করা টেলিভিশন শো-য়ে প্যানেলিস্ট হিসেবে 'I.N.D.I.A.'-র প্রতিনিধিরা যোগ দেবেন না, এমনই জানানো হয়। জোটের একাধিক সদস্য সেই তালিকা 'শেয়ার' করেছিলেন। 'I.N.D.I.A.' গোষ্ঠীভুক্ত দলগুলির ধারণা, মূলধারার মিডিয়া হাউসগুলির সাহায্যেই জনমত নিজেদের পক্ষে এনেছে বিজেপি। হাওয়া বদল করতে তাই সোশ্যাল মিডিয়া ও নিজের মতো করে কাজ করা সাংবাদিকদের উপর নির্ভর করতে চায় বিজেপি বিরোধী জোটের দলগুলি। প্রসঙ্গত, আপ সাংসদ রাঘব চাড্ডা আগেই বলেছিলেন, 'এমন কয়েকজন সঞ্চালক রয়েছেন যার উস্কানিমূলক বিতর্ক পরিচালনা করেন। তাঁদের তালিকা বানাব এবং 'I.N.D.I.A গোষ্ঠীভুক্ত দলগুলি সেই সব শোয়ে আর যাবেন না।' সেই তালিকা প্রকাশের পরই এই বিবৃতি দিল NBDA।