NEET 2021 Registration : কালই শেষ হচ্ছে NEET UG 2021-এর আবেদন প্রক্রিয়া, কীভাবে ফর্ম ফিলআপ করবেন ?
আগামীকাল, মঙ্গলবার শেষ হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা NEET UG 2021-এর আবেদন প্রক্রিয়া।
নয়া দিল্লি : আগামীকাল, মঙ্গলবার শেষ হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা NEET UG 2021-এর আবেদন প্রক্রিয়া। NEET UG 2021-এর জন্য যাঁরা রেজিস্টার করতে চাইছেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন।
গত ১৩ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর রয়েছে NEET UG 2021-এর পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা পরিচালনা করছে। আবেদনপত্র জমা দেওয়ার এটাই বর্ধিত সময়সীমা। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল অগাস্ট ৬।
NEET (UG) – 2021-এর আবেদনপত্র দুই ভাগে ভাগ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, ১১ অগাস্ট খুলে যাবে কারেকশন উইন্ডো বা সংশোধনীর জায়গা। এই সময়ে মধ্যে আবেদনকারীকে জন্মস্থান, ক্লাস টেন, ইলেভেন ও টুয়েলভের শিক্ষাগত যোগ্যতার তথ্য, বাবা-মায়ের নাম বা ঠিকানা-কোথাও কোনও তথ্যগত ত্রুটি থাকলে, তা সংশোধন করে নেওয়া যাবে।
আপনি কীভাবে আবেদন করবেন ?
- যাঁরা NEET UG 2021-এর জন্য আবেদন করতে চান, তাঁদের আবেদনপত্র পূরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in-এ যেতে হবে।
- ওয়েবসাইটে গিয়ে ‘Fill Registration Form’-এ যান
- এবার পর্দায় যে আবেদনপত্র ভেসে উঠবে তাতে আবেদন করুন। যাবতীয় ক্রেডেনশিয়াল ঠিকঠাক করে পূরণ করুন। সাম্প্রতিক কালে তার স্ক্যানড ফটো ও সই আপলোড করুন।
- আবেদনপত্র পূরণ করার পর, আবেদনকারীদের পরীক্ষা বাবদ ফি জমা দিতে হবে
- এবার 'সাবমিট' -এ গিয়ে ক্লিক করুন। তাতেই সম্পূর্ণ হয়ে যাবে আপনার আবেদন প্রক্রিয়া
- ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি কপি ডাউনলোড করে নিন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে একজন আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য জমা করতে হবে। বিভিন্ন নথি, সই, বুড়ো আঙুলের ছাপ এবং অন্য তথ্যের স্ক্যান্ড ইমেজ সহ। দ্বিতীয় ধাপে, ফল বেরনোর আগে বা স্কোর কার্ড ডাউনলোড করার আগে তথ্য জমা করতে হবে।