Nepal Aircraft Crash: মাঝপথে ভেঙে পড়ল বিমান, ভয়াবহ দুর্ঘটনা নেপালে
Airlines Accident: বিমানে ৬৮ জন যাত্রী ও চালক সহ ৪ জন বিমানকর্মী ছিলেন।
কাঠমান্ডু, নেপাল: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা। ইয়েতি এয়ারলাইন্সের (Yeti Airlines) বিমান ভেঙে পড়েছে। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। পোখরা বিমানবন্দরের কাছেই বিমানটি ভেঙে পড়ে।
A 72-seater passenger aircraft crashes on the runway at Pokhara International Airport in Nepal. Rescue operations are underway and the airport is closed for the time being. Details awaited. pic.twitter.com/Ozep01Fu4F
— ANI (@ANI) January 15, 2023
বিমানে ৬৮ জন যাত্রী ও চালক সহ ৪ জন বিমানকর্মী ছিলেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। জমে গিয়েছে ভিড়। এখনও পর্যন্ত ৩৫ জনের দেহ উদ্ধার। ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে যাত্রীদের মধ্যে ১০ জন বিদেশি। ২টি শিশুও ছিল। এদিন সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী।
কোন বিমানে দুর্ঘটনা:
পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনাস্থল পশ্চিম নেপালে অবস্থিত। ইয়েতি এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়েছে সেটি জোড়া ইঞ্জিনের ATR 72 বিমান। নেপালের সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল (CAAN) জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের 9AN-ANC ATR-72 কাঠমান্ডু থেকে সাড়ে দশটা নাগাদ উড়ান দিয়েছিল। পোখরা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। সেটিই সেতি নদীর পাশে ভেঙে পড়ে। বিমানটি অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে ছিল। বিমান চালক ATC-র সিগনাল পাওয়ার পর, বিমানটি আচমকা দ্রুত গতিতে নীচে নেমে আসে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পোখরা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
সপ্তাহ দুয়েক আগে, গত ১ জানুয়ারি চিনা সহায়তায় তৈরি পোখরা বিমানবন্দরটির উদ্বোধন হয়। উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ৫ জন ভারতীয়-সহ ১২ জন বিদেশি ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে নেপাল এয়ার অফিসিয়াল। তাদের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট বিমানে ৫ জন ভারতীয়, রাশিয়ার ৪ জন, একজন আইরিশ এবং দক্ষিণ কোরিয়ার দুই নাগরিক ছিলেন।
ভাইরাল ভিডিও:
দুর্ঘটনার আগের একটি মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বিমানটি উড়ন্ত অবস্থায় বাঁক খেয়ে মুখ থুবড়ে পড়েছে।
আরও পড়ুন: দু'দিনে দু'বার তুষারধস সোনমার্গে, বরফের মোটা চাদর এলাকাজুড়ে