Nepal Earthquake :ভূকম্পে তছনছ নেপাল, মৃতের সংখ্যা ১০০ ছাড়াল,আহত শতাধিক
Nepal Earthquake Update : ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ১০ কিলোমিটার গভীরে।
কাঠমাণ্ডু: ফিরল ভয়ঙ্কর স্মৃতি । এ বছরের জানুয়ারিতেই ৫৪ মিনিটে চারবার ভূমিকম্পে ( Earthquake News ) কেঁপে উঠেছিল নেপাল ( NepalEarthquake )। এবার ক্ষতির পরিমান অনেক বেশি। শুক্রবার রাত তখন ১১টা ৩৯ মিনিট। কেঁপে উঠল প্রতিবেশি দেশের মাটি। তার রেশ এসে পড়ল এদেশেও। ভূকম্প অনুভূত হল রাজধানী দিল্লিতেও। কম্পনের অনুভূতি কলকাতাতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ১০ কিলোমিটার গভীরে।
মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। আহত শতাধিক। তবে এখানেই ভয়াবহতার শেষ নয় বলেই মনে করা হচ্ছে। মৃত্যুমিছিল আরও লম্বা হতে পারে। মৃত্যু হয়েছে জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়র সরিতা সিংয়ের। নেপালের এই কম্পনের জেরে মাঝরাতে কেঁপে ওঠে দিল্লি-NCR, পটনা, কলকাতাও। উত্তর ভারতে, এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন স্থায়ী হয়। বহুতল থেকে রাস্তায় নেমে আসে মানুষ। আতঙ্ক ছড়ায়। দিল্লি ছাড়াও কেঁপে ওঠে বিহারের বেশ কয়েকটি জায়গাও। ভারত-নেপাল সীমান্তবর্তী কয়েকটি জেলায় কম্পনের অনুভূতি ছিল বেশি।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের জাজারকোট ও পশ্চিম রুকুম জেলা। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বহু মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। এছাড়াও আফটার শকের আশঙ্কা কেড়ে নিয়েছে পুরো দেশটার ঘুম । বিশেষজ্ঞদের মতে, আফটার শক খুব স্বাভাবিক একটি ঘটনা। আফটার শক এক সপ্তাহ, এমনকী একমাস ধরেও চলতে পারে। তবে, কম্পনের মাত্রা ক্রমাগত কমতে থাকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এক মাসের মধ্যে তৃতীয়বার কেঁপে উঠল নেপালের মাটি। শক্তিশালী ভূমিকম্প হয় গত ২২ অক্টোবরও। নেপালের রাজধানীর কাছে পাহাড়ি ধাদিং জেলায় একটি ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর ফলে প্রায় দুই ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । কম্পনের ফলে ওই অঞ্চলে ভূমিধসও নামে। পার্বত্য নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা। ২০২২ সালের নভেম্বরে নেপালের ডোটি জেলায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে ছয় জন মারা গিয়েছিলেন।
২০১৫ সালে একটি ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয় নেপালে। সেবার বিধ্বংসী ভূমিকম্পের পর মুহূর্মুহু আফটার শকে ৭০ বারেরও বেশি কেঁপে উঠেছিল নেপালের মাটি।
আরও পড়ুন :
উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত জিকা ভাইরাস! কড়া সতর্কতা জারি কর্ণাটকে, কী কী উপসর্গ