Netaji Statue: সন্ধের আঁধারে ঝলমল করছে ইন্ডিয়া গেট, বোতাম টিপে উন্মোচন নেতাজি মূর্তির
PM At India Gate: সন্ধের গাঢ় অন্ধকারের মাঝেও ঝলমল করছে ইন্ডিয়া গেট। আলোয় আলোয় ভরা। ঘড়ির কাঁটা সবে সাতটা পেরিয়েছে। পৌঁছে গেল প্রধানমন্ত্রীর কনভয়। তার পর...রিমোটের বোতাম টিপলেন তিনি।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সন্ধের গাঢ় অন্ধকারের মাঝেও ঝলমল করছে ইন্ডিয়া গেট (india gate)। আলোয় আলোয় ভরা। ঘড়ির কাঁটা সবে সাতটা পেরিয়েছে। পৌঁছে গেল প্রধানমন্ত্রীর (PM) কনভয় (Convoy)। তার পর...রিমোটের বোতাম টিপলেন তিনি। উন্মোচিত হল নেতাজির (netaji) মূর্তি (statue)। বাংলা-সহ গোটা দেশ যে মুহূর্তের অপেক্ষায় ছিল, অবশেষে এল সেই মুহূর্ত।
মূর্তি নিয়ে...
চলতি বছরের নেতাজি জন্মজয়ন্তীতে একই জায়গায় সুভাষচন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি উন্মোচিত হয়েছিল। বাংলা তথা গোটা দেশের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা আন্দোলনকারীর ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতেই ওই উদ্যোগ নেওয়া হয়। তবে এদিন যে মূর্তি উন্মোচিত হয়, তা মনোলিথিক গ্র্যানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। তেলঙ্গানার খাম্মাম থেকে ১০০ ফুট লম্বা ট্রাকে করে ওই পাথর নয়াদিল্লি নিয়ে আসা হয়। ২৮ ফুট মূর্তিটি তৈরি করতে ২৮০ মেট্রিক টন মনোলিথিক গ্র্যানাইট পাথর লেগেছে, দাবি সংস্কৃতি মন্ত্রকের। ভাস্কর্যটি শেষ করতে প্রায় ২৬ হাজার শ্রমঘণ্টা দিতে হয়। মূর্তিটির ওজন ৫৬ মেট্রিক টন। আধুনিক যন্ত্রপাতি ও সাবেকি পদ্ধতি, দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে নেতাজির এই বিশাল স্ট্যাচু। মাইসুরু-র ভাস্কর অরুণ যোগীরাজ গোটা কাজের তত্ত্বাবধান করেছেন। ইন্ডিয়া গেটের পূর্ব দিকের স্তম্ভের তলায় রাখা হয়েছে মূর্তিটিকে। প্রসঙ্গত, এই মূর্তির উদ্বোধন অনুষ্ঠান নিয়ে এর মধ্যেই সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কেন ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে যে পদ্ধতিতে রাজ্য সরকারকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, সেটা যথাযথ নয়। বরং অপমানজনক। এদিন নেতাজি ইনডোরে তৃণমূলের সভা থেকে সেই নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, 'দেশটা বিক্রি করে দিয়েছে। দিল্লিতে নেতাজির মূর্তি উদ্বোধনে হাজির থাকতে চিঠি লিখেছে। কিন্তু আন্ডার সেক্রেটারি চিঠি দিতে পারে না!' তাঁর মতে, ' অন্তত একজন মন্ত্রীর নামে চিঠি দিতে পারত। আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে গেলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।‘ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সেই চিঠির পালটা চিঠিও ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। তৃণমূলনেত্রীর এই বক্তব্য নিয়ে সকাল থেকেই তোলপাড় পড়েছিল রাজ্যে।
তবে নয়াদিল্লিতে সমস্ত অনুষ্ঠান হল নির্ঘণ্ট মেনেই। বোতাম টিপে নেতাজির মূর্তি উন্মোচনের আগে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপথ্যে তখন বাজছে, 'কদম কদম বড়ায়ে যা...।' তার পর সরে গেল আবরণ।
আরও পড়ুন:হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে ৩ সংস্থার হদিশ রাজু সাহানির, কোর্টে বিস্ফোরক দাবি সিবিআই-র






















