New Town: সিবিআই অফিসার পরিচয়ে গাড়ি নিয়ে ‘তোলাবাজি’! আটক ৫
ভোরের নিউটাউন। ফাঁকা, শুনশান রাস্তাঘাট। সেই সুযোগে সিবিআই আধিকারিক সেজে প্রতারণার ফাঁদ। কিন্তু, সফল হয়নি উদ্দেশ্য। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে গেলেন ভুয়ো সিবিআই অফিসাররা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে, নিউ টাউনের আকাঙ্খা মোড়ে গরু ভর্তি একটি ট্রাককে দাঁড় করায় আরেকটি গাড়ি।
প্রকাশ সিনহা,কলকাতা: সিবিআই অফিসার পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে নিউ টাউনে ৫ জনকে আটক করল ইকো পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার ভোরে নিউ টাউনের আকাঙ্খা মোড়ে গরু ভর্তি একটি ট্রাককে আটকায় অভিযুক্তরা। সিবিআই অফিসার পরিচয় দিয়ে তারা টাকা চায় বলে অভিযোগ। সেই সময়ে ইকো পার্ক থানার টহলদারি ভ্যান তাদের আটকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় অভিযুক্তদের। ওই ৫ জন গাড়ি নিয়ে এসে ভুয়ো পরিচয়ে তোলাবাজি করছিল বলে অভিযোগ।
ভোরের নিউটাউন। ফাঁকা, শুনশান রাস্তাঘাট। সেই সুযোগে সিবিআই আধিকারিক সেজে প্রতারণার ফাঁদ। কিন্তু, সফল হয়নি উদ্দেশ্য। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে গেলেন ভুয়ো সিবিআই অফিসাররা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে, নিউ টাউনের আকাঙ্খা মোড়ে গরু ভর্তি একটি ট্রাককে দাঁড় করায় আরেকটি গাড়ি।
গাড়ি থেকে নেমে অভিযুক্তরা সিবিআই অফিসার পরিচয় দিয়ে টাকা চায় বলে অভিযোগ। সেই সময় ইকো পার্ক থানার পুলিশ এলাকায় টহলদারি চালাচ্ছিলেন। সন্দেহ হওয়া, জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। অভিযোগ, তখনই নিজেদের পাতা ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়েন। পুলিশ সূত্রে দাবি, ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।