Kabul University VC: কোনওমতে পাশ করেছেন, কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
তালিবানরা আগানিস্তান দখলের পরই বদলে গিয়েছে কাবুলের পরিস্থিতি।সবথেকে বড় পরিবর্তন এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানে।কোনওমতে পাশ করেছেন, এমন ব্যক্তি এখন কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য।
কাবুল: তালিবানরা আগানিস্তান দখলের পরই বদলে গিয়েছে কাবুলের পরিস্থিতি।সবথেকে বড় পরিবর্তন এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানে।সোশ্যাল মিডিয়ার
রিপোর্ট বলছে, কোনওমতে পাশ করেছেন সেই মহম্মদ আশরাফ ঘায়রাত এখন কাবুল বিশ্ববিদ্যালেয়র নতুন উপাচার্য।
মিলছে না প্রতিশ্রুতি। ক্ষমতায় এসে দেশের শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল তালিবানরা।যদিও সেই দৃষ্টান্তের দেখা পাওয়া যাচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলিতে। উল্টে অযোগ্য ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসানোর অভিযোগ উঠেছে তালিবানের বিরুদ্ধে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্য এসেছে এমনই এক খবর।
ফেসবুক পোস্টে আরিফ বাহরামি নামের এক ব্যক্তি দাবি করেছেন, কাবুল বিশ্ববিদ্যালয়ে ঘায়রাতের সহপাঠী ছিলেন তিনি। সেই সময় মহিলাদের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতেন ঘায়রাত। এমনকী অধ্যাপকদেরও সম্মান দিতেন না তিনি।সব থেকে বড় বিষয়, সহজ সাবজেক্টেও কোনওমতে পাশ মার্কস পেয়েছেন ঘায়রাত। সেই ব্যক্তি এখন কাবুল বিশ্ববিদ্যালেয়র উপাচার্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এই খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের Friday Times সংবাদপত্রে।
এই খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন কাবুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহম্মদ আশরাফ ঘায়রাত। সংবাদ মাধ্যমে তিনি জানান, এই ধরনের খবর ঠিক নয়।কেউ চাইলেই তাঁর অ্যাকাডেমিক ক্যারিয়ার নিয়ে খোঁজ খবর নিতে পারেন। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। তবে উপাচার্য়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আরও একটি প্রমাণ সম্প্রতি সামনে এসেছে। গত বছর জুনের ঘায়রাতের একটি ট্যুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কাবুল বিশ্ববিদ্যালয়ের এই নবনিযুক্ত উপাচার্য বলেছেন, ''একজন স্পাই জার্নালিস্ট ১০০জন লোকাল পুলিশ বা আধাসামরিক বাহিনীর থেকে বেশি ভয়ঙ্কর। তাই স্পাই জার্নালিস্টদের মেরে ফেলা উচিত।'' যদিও বর্তমানে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে সেই ট্যুইটটা ডিলিট করেছেন ঘায়রাত।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বলছে, কাবুল বিশ্ববিদ্যালয়ে ঘায়রাতকে বসানোর পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েছে তালিবান। খোদ তালিবানের মধ্যেই ঘায়রাতের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সবার মুখেই প্রায় এক বক্তব্য, শিক্ষার আঙিনায় এত যোগ্য লোক থাকতেও কেন ঘায়রাতকেই বেছে নেওয়া হল।
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ