Chittaranjan Locomotive Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রচুর পদে নিয়োগ, ৩ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর হতে হবে। কোনও ক্ষেত্রেই ২৪ ঊর্ধ্ব কোনও ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তবে সরকারি নিয়ম মেনে কিছু জায়গায় বয়সসীমা শিথিল করা হয়েছে
কলকাতা: ৪৯২টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের ঘোষণা করেছে Chittaranjan Locomotive Works (CLW)।উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ৩ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সেই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
কোন পদে কত নিয়োগ ?
সব মিলিয়ে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪৯২ জনকে নিয়োগ করবে সংস্থা।
– ফিটার: 200
– টার্নার: 20
– মেকানিস্ট: 56
– ওয়োল্ডার (জি ও ই): 88
– ইলেকট্রিশিয়ান: 112
– রেফ্রিজারেটর ও এসি মেকানিক : 04
– পেইন্টার(জি): 12
শিক্ষাগত যোগ্যতা
নির্ধারিত পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে আইটিআই পাশ করতে হবে। এ ছাড়াও নির্দিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আইটিআইয়ের নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা
এই পদগুলিতে চাকরির আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর হতে হবে। কোনও ক্ষেত্রেই ২৪ ঊর্ধ্ব কোনও ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তবে সরকারি নিয়ম মেনে SC/ST-দের জন্য ৫ বছরের বয়সসীমা শিথিল করেছে কর্তৃপক্ষ। OBC-দের জন্য এই বয়সের সীমা ৩ বছর রাখা হয়েছে। PWD ক্যাটিগরির জন্য ১০ বছরের বয়সের ছাড়া দিয়েছে সংস্থা।
কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশনের জন্য নিজেদের সব শংসাপত্রের যাবতীয় প্রামাণ্য নথি apprenticeshipindia.org আপলোড করতে হবে। এরপর আবেদনপত্র পূরণের জন্য https://clw.indianr সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ailways.gov.in-এ বিস্তারিত জানতে হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে সব আবেদনপত্র।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে সুযোগ পেতে চাকরিপ্রার্থীদের কোনও লিখিত বা মৌখিক পরীক্ষায় বসতে হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই হবে এই নিয়োগ।আগামী দিনে ইন্টারভিউয়ের দিন ও সময় চাকরিপ্রার্থীদের https://clw.indianrailways.gov.in ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
আরও পড়ুন : BHEL Recruitment 2021 : কলকাতায় ভারত ইলেকট্রিক্যালসে চাকরির সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI