India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
পোস্ট অফিসে (Post Office)-এ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মাল্টি গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করবে India Post। স্পোর্টস কোটায় হবে এই নিয়োগ।
নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের সুবর্ণ সুযোগ। প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগে (India Post)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট পদে আবেদনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে (India Post Recruitment 2021) অ্যাপ্লাই করতে হবে চাকরিপ্রার্থীদের।
India Post Recruitment 2021 সরাসরি যোগাযোগের উপায়
পোস্ট অফিসে (Post Office)-এ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মাল্টি গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করবে India Post। স্পোর্টস কোটায় হবে এই নিয়োগ। ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapost.gov.in-এ ঢুকে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়াও সরাসরি চাকরিপ্রার্থীরা চাইলে https://tsposts.in/sportsrecruitment/Notifications এই লিঙ্কে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পারেন। সব মিলিয়ে ৫৫ জনকে নিয়োগ করবে ডাক বিভাগ।
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদনের দিন শুরু হয়েছে ১৬ অগাস্ট।পোস্ট অফিসের বিভিন্ন পদে আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর।
India Post Recruitment 2021 পদের বিবরণ
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মাল্টি গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ মিলিয়ে মোট ৫৫টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। এ ছাড়াও আবেদনকারীর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। কোনও স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর। মাল্টি টাস্কিং স্টাফদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য হলেই চলবে। তবে স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর। ফিল্ড থেকে অফিস সবেতেই কাজ করতে হতে পারে বলে ভাষা জ্ঞানের বিষয়ে আলাদা করে বলা হয়েছে।
কীভাবে প্রার্থী বাছাই ?
আবেদনকারীদের India Post Recruitment 2021 পদের জন্য ২০০ টাকার আবেদনের ফি জমা দিতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও খেলাধুলায় মেধার ওপর ভিত্তি করেই নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট (India Post)কর্তৃপক্ষ।
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
আরও পড়ুন : BHEL Recruitment 2021 : কলকাতায় ভারত ইলেকট্রিক্যালসে চাকরির সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI