পরের যুদ্ধে দেশে তৈরি অস্ত্র দিয়েই জিতব: সেনাপ্রধান
রাওয়াত বলেন, ভারতে প্রতিরক্ষা ক্ষেত্র ক্রমবর্ধমান। এখন সময় এসেছে ভবিষ্যৎ প্রজন্মের অস্ত্র তৈরি করা।
নয়াদিল্লি: দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এতটাই উন্নতি করেছে যে, আগামী যুদ্ধ দেশীয় সমরাস্ত্র দিয়েই জেতা সম্ভব হবে। এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ডিআরডিও-র ডিরেক্টরদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এদিন সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীর যাবতীয় প্রয়োজন যাতে দেশে তৈরি করা যায়, তা নিশ্চিত করতে তৈরি ডিআরডিও। সেই সক্ষমতা করায়ত্ত করেছে তারা। আমরা আশাবাদী যে, আগামী যুদ্ধে আমরা দেশে তৈরি সরঞ্জাম দিয়েই লড়ব এবং জিতব। প্রসঙ্গত, ৫২টি গবেষণাগার দিয়ে সমৃদ্ধ দেশীয় সংস্থা ডিআরডিও সামরিক গবেষণা ও উন্নয়নের দায়িত্ব বিগত কয়েক দশক ধরে সামলে চলেছে। মূলত, অ্যারোনটিক্স, ল্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং, আর্মামেন্ট, ইলেক্ট্রনিক্স, মিসাইলস ও নেভাল সিস্টেমস সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চালায় ডিআরডিও। রাওয়াত বলেন, ভারতে প্রতিরক্ষা ক্ষেত্র ক্রমবর্ধমান। এখন সময় এসেছে ভবিষ্যৎ প্রজন্মের অস্ত্র তৈরি করা। তিনি মনে করেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ সাইবার, মহাকাশ প্রযুক্তি, লেজার, ইলেক্ট্রনির ওয়ারফেয়ার ও রোবটিক্সের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের রণকৌশল। সেনাপ্রধানের মতে, কোনও সমরাস্ত্রের গবেষণা প্রক্রিয়া ও তার উৎপাদনের মধ্যে যে সময়ের অন্তর থাকে, তাকে কমানো অত্যন্ত জরুরি। এর জন্য গবেষণার কাজে সার্ভিস অফিসার (বাহিনীতে কর্মরত আধিকারিক)-দের অস্ত্র-পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা উচিত।