Murder: ভালবাসার এমন 'চরম পরিণতি'? প্রেমের সপ্তাহেই প্রেমিকদের হাতে নৃশংস মৃত্যু মেঘা-নিক্কির
Delhi-Mumbai Murder: দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকর-কাণ্ডের ছায়া দিল্লির নাজফগড়েও। সেখানে প্রেমিকাকে প্রথমে ডেটা কেবল দিয়ে শ্বাসরোধ করে খুন করে ধাবার ফ্রিজে রেখে দেওয়া হয় দেহ।
নয়া দিল্লি: দেশজুড়ে যেন শ্রদ্ধা ওয়ালকর ছায়া। পর পর নৃশংস খুন। প্রেমিকাদের দেহ কুপিয়ে, তা হয় ফ্রিজে বা এদিক সেদিক ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেই চলেছে। হিংস্রতা যেন ছড়িয়ে পড়ছে দাবানলে মতো। ভালবাসার চরম পরিণতি নিয়ে তাই প্রশ্ন উঠছেই ভালবাসার সপ্তাহ উদযাপন শেষে।
দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকর-কাণ্ডের ছায়া দিল্লির নাজফগড়েও। সেখানে প্রেমিকাকে প্রথমে ডেটা কেবল দিয়ে শ্বাসরোধ করে খুন করে ধাবার ফ্রিজে রেখে দেওয়া হয় দেহ। ২৫ বছরের নিক্কি যাদবের দেহ দেখে চমকে উঠেছিল পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানিয়েছে, মৃতার দেহ দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন আগেই খুন করা হয়েছিল তাঁকে। বেশ কিছুদিন ধরে সম্পর্কে থাকলেও নিক্কিকে না জানিয়ে অন্য এক মহিলাকে বিয়ের পরিকল্পনা করে এগোচ্ছিল অভিযুক্ত। সেই খবর জানতে পেরে প্রশ্ন করার পরই এহেন মর্মান্তিক পরিণতি।
প্রেমের সমীকরণ বিঘ্ন ঘটার পরই ক্ষোভ-বিদ্বেষ থেকে এমন কাণ্ড বলেই প্রাথমিক ধারণা তাঁদের। ২০১৮ সালে সাহিল ও নিক্কির পরিচয়। একসঙ্গে পড়াশোনা করার মাঝে পরচিয় গড়ায় প্রেমে। তারপর দুজনে দিল্লিতে লিভ ইন করতেও শুরু করে। দুজনে একাধিক জায়গায় ঘুরে বেড়ানোর ছবি তথ্য প্রমাণ হিসেবেও মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গত ৮ বা ৯ ফ্রেব্রুয়ারি খুন করা হয়েছে নিক্কিকে। কয়েকদিন ধরে নিক্কির খোঁজ না পেয়ে তাঁর কয়েকজন বান্ধবী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। যারপরই সামনে আসে মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো ঘটনা।
আরও পড়ুন, ভোরে হিমেল পরশ, দুপুরে চড়া রোদ; রাজ্যে শীতের লাস্ট ইনিংস
এরপর মুম্বই। পালঘরে ৩৭ বছর বয়সি এক তরুণীকে খুন করে তাঁর লিভ-ইন সঙ্গী। মর্মান্তিক পরিণতি হল খুন করেই ক্ষান্ত হননি পার্টনার। দেহ বিছানার গদির ভিতরে লুকিয়ে রাখে সে। মেঘা নামের ওই তরুণী একজন নার্স ছিলেন। অন্যদিকে হার্দিক শাহ নামের তরুণ বেকার ছিল। তিনবছর তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ। গত ৬ মাস একসঙ্গে থাকতে শুরু করেন। সংসারের সমস্ত খরচ দিতেন মেঘা। এই নিয়ে তাঁদের নিত্য অশান্তি হত। যা টের পেয়েছিলেন প্রতিবেশীরাও। গত কয়েকদিন ধরেই তাঁদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ফ্ল্যাটে ঢুকে মেঘার দেহ উদ্ধার করা হয়েছে।
ভালবাসার সপ্তাহে বিশ্বজুড়ে যখন পালন হচ্ছে প্রেম বিনিময়ের মুহূর্ত। সেই সময় এমন নিদারুণ দুই ঘটনা যেন মনে করাচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের সেই অমোঘ কবিতার পঙতিকে- 'মানুষ বড় সস্তা, কেটে চড়িয়ে দিলে পারত'।