Income Tax Return-এর সময়সীমা কি বাড়ছে ? কী জানাল কেন্দ্র ?
Income Tax Return আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় রাজস্ব সচিব। তবে কি বাড়তে চলেছে রিটার্ন ফাইলের সময়সীমা ? এই নিয়ে কী বললেন Revenue Secretary ?
নয়াদিল্লি: আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই; ৩১ ডিসেম্বর ২০২১ সরকারি সময়সীমা। Income Tax Return-এর সময়সীমা বৃদ্ধি নিয়ে এমনটাই জানালেন Revenue Secretary রাজস্ব সচিব।
Income Tax Return update: সম্প্রতি দেশে GST Return ফাইল করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন করে কোভিডের সংখ্যা বাড়ায় আয়কর জমার সময় বৃদ্ধির জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে।যদিও সেই জল্পনায় জল ঢাললেন খোদ কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ। এদিন তিনি জানান, বছরের শেষ দিন আয়কর জমার লাস্ট ডেট রেখেছিল সরকার। সেই অনুযায়ী দুপুর ৩টের মধ্যে মোট ৫.৬২ কোটি Income Tax Return ফাইল হয়ে গেছে। কেবল এদিনই আয়কর জমা দিয়েছেন ২০ লক্ষেরও বেশি দেশবাসী। এই বছর নতুন করে ৬০ লক্ষ বেশি আয়কর রিটার্ন ফাইল হয়েছে।
Goods and services tax (GST): ৩১ ডিসেম্বর পণ্য পরিষেবা কর জমার শেষ তারিখ থাকলেও তা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। এই বিষয়ে ট্যুইট করেছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস(CBIC)। যেখানে বলা হয়েছে, ২০২০-২১ সালের এই পণ্য পরিষেবা কর জমার জন্য আরও ২ মাস সময় পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এই ট্যাক্স।GSTR 9 হল একটি বার্ষিক রিটার্ন যা GST-এর অধীনে নিবন্ধিত করদাতাদের বছর বছর দাখিল করতে হয়।
GST Returns Extended: নির্দিষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বার্ষিক রিটার্ন জমা করা বাধ্যতামূলক। যাদের ব্যবসার বার্ষিক লেনদেন ২ কোটি টাকার ওপরে তাদের এই রিটার্ন দাখিল করতে হয়। পাশাপাশি যাদের মোট টার্নওভার ৫ কোটি টাকার ওপরে তাদের জন্যও রয়েছে বিশেষ নিয়ম।
UAN-AADHAAR Link: হাতে আর ২৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে টাকা
New Money Related Rules: ১ জানুয়ারি থেকে বাড়বে খরচ, জেনে নিন এই নতুন ৫ নিয়ম