এক্সপ্লোর
Advertisement
করোনা ভ্যাকসিন সরবরাহে এবার নোভাভ্যাক্সের চুক্তি সিরাম ইনস্টিটিউটের সঙ্গে
নোভাভ্যাক্স জানিয়েছে, প্রতিষেধক তৈরির জন্য প্রথম ধাপে যাদের ওপর পরীক্ষা করা হয়েছিল, তাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আরও বড় আকারে তৃতীয় পর্যায়ের পরীক্ষায় যেতে চায় তারা।
পুণে: করোনা প্রতিষেধক তৈরি ও বাজারজাত করার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডি়য়ার সঙ্গে চুক্তি সই করল নোভাভ্যাক্স। ভারতে এতদিন পর্যন্ত শুধু সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার করোনা প্রতিষেধক তৈরির অধিকার ছিল। তবে এবার থেকে সেই সঙ্গে যোগ দিতে চলেছে নোভাভ্যাক্স।
আশার কথা শুনিয়েছে নোভাভ্যাক্স। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিষেধক তৈরির জন্য প্রথম ধাপে যাদের ওপর পরীক্ষা করা হয়েছিল, তাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আরও বড় আকারে তৃতীয় পর্যায়ের পরীক্ষায় যেতে চায় তারা। সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে নোভাভ্যাক্সের।
ভারতে সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত পেরিয়েছে ১৯ লক্ষ। সুস্থের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়েছে। করোনার প্রতিষেধক আবিষ্কারে জোরকদমে চেষ্টা চালাচ্ছে বেশ কয়েকটি দেশ। ব্রিটেন, ভারত, আমেরিকা-সহ বিশ্বের বহু দেশে টিকা আবিষ্কারের জন্য গবেষণা চলছে। বেশ খানিকটা এগিয়ে গিয়েছে অক্সফোর্ডের টিকা পরীক্ষাও। তবে সাফল্যের মুকুট কোন দেশ আগে পায়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ খানিকটা সময়। বিশেষজ্ঞদের একাংশের মতে যতই পরীক্ষানিরীক্ষা হোক না কেন আগামী বছরের আগে প্রতিষেধক নিয়ে তেমন আশাব্যঞ্জক জায়গায় পৌঁছনো কষ্টকর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement