Modi Red Fort Speech: তাঁর আমলে দেশে স্বর্ণযুগের সূচনা, স্বাধীনতা দিবসের ভাষণে দাবি মোদির
Independence Day 2024: আজ লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেন মোদি।
নয়াদিল্লি: কেন্দ্রে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছেন সম্প্রতিই। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে ১১তম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই ভাষণে মোদি দাবি করলেন, গত ১০ বছরে তাঁর সরকার যে যে কাজ করেছে, তাতে ভারতে এই মুহূর্তে স্বর্ণযুগ শুরু হয়েছে। এই সময়ে সুযোগের সদ্ব্যবহার করতে হবে বলে মন্তব্য করলেন তিনি। (Modi Red Fort Speech)
আজ লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেন মোদি। তিনি বলেন,মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের কাছে সুযোগ আসতেই একাধিক ক্ষেত্রে সংস্কার ঘটিয়েছি। আমাদের কাছে সংস্কার কাগজে সীমাবদ্ধ নয়, প্রশংসা কুড়নো আমাদের লক্ষ্য নয়। দেশকে মজবুত করাই লক্ষ্য আমাদের। এর ফলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। তরুণ সমাজের সামনে এখন অনেক রাস্তা খুলে গিয়েছে। ওঁরা শ্লথ গতিতে এগোতে চান না। লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চান। দেশে স্বর্ণযুগ চলছে, এর সদ্ব্যবহার করতে হবে।"(Independence Day 2024)
গত ১০ বছরে তাঁর সরকার অক্লান্ত পরিশ্রম করেছে বলেও এদিন মন্তব্য করেন মোদি। তাঁর কথায়, "ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে, স্বাস্থ্য, পরিকাঠামোর আধুনিকীকরণ ঘটেছে দেশে। উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমাদের। মহিলাদের হাত শক্ত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীতে ১০ কোটি মহিলা যুক্ত রয়েছেন। মহিলারা অর্থনৈতিক ভাবে স্বাধীন হয়েছেন, যা সমাজে পরিবর্তন ঘটানোর জন্য অত্যন্ত জরুরি।"
২০৪৭ সালের মধ্যে বিকশিক ভারত তৈরির কথা আজও শোনা যায় মোদির মুখে। তাঁর বক্তব্য, "আমরা ভারতীয়রা দৃঢ়চেতা। প্রত্যেক ক্ষেত্রে আত্মনির্ভর হতে হবে আমাদের। ভারতবাসীর প্রত্যয়ই চালনাশক্তি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রে দেশে স্বাধীনতা এসেছিল। বিকশিত ভারতের জন্যও সেই মন্ত্র থেকেই অনুপ্রেরণা নিতে হবে।"
২০১৪ সালের আগে সাধারণ মানুষকে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো বলেও মন্তব্য করেন মোদি। তাঁর বক্তব্য, "বর্তমানে মৎস্যজীবী, কৃষকরা ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। আমি অত্যন্ত খুশি। দুর্ভাগ্যের বিষয় যে, অতীতে তাঁদের মাথা নীচু করে থাকতে হতো। প্রয়োজন মেটাতে সরকারের কাছে অনুনয় বিনয় করতে হতো মানুষকে। আমরা প্রশাসনিক সংস্কার ঘটিয়েছে। যুবসমাজের দক্ষতাবৃদ্ধির উপ৮র জোর দিয়েছি আমরা, যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।"