এক্সপ্লোর
Advertisement
জি-৭ বৈঠকের পর হিরোশিমা যাবেন ওবামা
টোকিওঃ জাপানে আগামী মাসে জি-৭ গোষ্ঠীর বৈঠকের পরে হিরোশিমায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে পরমাণু বোমায় বিধ্বস্ত হয়ে যাওয়া হিরোশিমায় এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট যাচ্ছেন।
ওবামার হিরোশিমা সফরের খবর দিয়েছে জাপানের একটি সংবাদপত্র। ২৭ মে জি-৭ বৈঠক শেষ হবে। এরপরেই হিরোশিমা সফরে যাবেন ওবামা। মার্কিন সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ কর্তাকে উদ্ধৃত করে ওই সংবাদপত্রটি জানিয়েছে, ২০০৯-এ নোবেল শান্তি পুরস্কার পাওয়া ওবামা হিরোশিমা গিয়ে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সওয়াল করতে পারেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই সফরে ওবামার সঙ্গী হতে পারেন। তাঁরা দু জনেই হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে নিহতদের স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারেন।
সম্প্রতি মার্কিন বিদেশ সচিব জন কেরি হিরোশিমায় গিয়েছিলেন। ১৯৪৫-এর ৬ আগস্ট যেখানে প্রথম পরমাণু বোমা ফেলেছিল মার্কিন বোমারু বিমান, সেখানে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান কেরি। তিনি আশা প্রকাশ করেছিলেন, মার্কিন প্রেসিডেন্টও এখানে আসবেন। এর কয়েকদিন পরেই ওবামার সম্ভাব্য সফরের কথা জানা গেল। যা অত্যন্ত তাত্পর্যপূর্ণ হতে চলেছে বলে পর্যবেক্ষক মহলের অভিমত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement