Cyclone Yaas Review Meeting: কলাইকুণ্ডায় শুভেন্দু , প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং এড়িয়ে আলাদা কথা বলে রিপোর্ট দিলেন মুখ্যমন্ত্রী
আগেই কলাইকুণ্ডায় পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনকড়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী।
কলকাতা: ঠিক ছিল ওড়িশা ও পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি আকাশপথে পরিদর্শনের পর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও দক্ষিণ ২৪ পরগনায় দুর্গত এলাকা পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক সেরে কলাইকুণ্ডায় পৌঁছবেন। সেখানে ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, দুই রাজ্যের দুর্গত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাঁর রিভিউ মিটিং করার জন্য পৌঁছে যান। পৌঁছন মুখ্যমন্ত্রীও। তার আগেই কলাইকুণ্ডায় পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনকড়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বৈঠকে বিরোধী দলনেতার উপস্থিতিতে আপত্তির কারণেই মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দিলেন না। তিনি আলাদা করে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে রাজ্যে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মিনিট ১৫ কথা হয়। এরপর তিনি দিঘার উদ্দেশে রওনা দেন। এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নির্ধারিত রিভিউ বৈঠক হয়। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ছিলেন রাজ্যপাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
হিঙ্গলগঞ্জেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে থাকবেন না। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করে ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত সংগৃহীত তথ্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।
ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে দুর্গত এলাকায় এদিন যান মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংও করেন তিনি। হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠক সেরে এরপর মুখ্যমন্ত্রী যান দক্ষিণ ২৪ পরগনার সাগরে। সেখানে প্রশাসনিক বৈঠক করেন তিনি। আজ পূর্ব মেদিনীপুরের দিঘাতেও তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী দিঘার কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।