Operation Sindoor: ‘বদলা নয়, ন্যায়, পাকিস্তানকে শিক্ষা’, Operation Sindoor নিয়ে নয়া ভিডিও সেনার
India-Pakistan Tension: রবিবার ভারতীয় সেনার তরফে Operation Sindoor নিয়ে নয়া প্রকাশ করা হয়।

নয়াদিল্লি: Operation Sindoor নিয়ে নয়া ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করেছে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে পর পর জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে, তাকে ‘বদলা’ নয়, ‘ন্যায়’ বলে উল্লেখ করেছে ভারতীয় সেনা। সন্ত্রাসের সঙ্গে কোনও আপস যে ভারত করবে না, স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। (Operation Sindoor)
রবিবার ভারতীয় সেনার তরফে Operation Sindoor নিয়ে নয়া প্রকাশ করা হয়। সেনার ওয়েস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করা হয়। ৭ মে পাকিস্তানের ভূখণ্ডে গোলাগুলি বর্ষণ করা হয়, তার কিছু মুহূর্ত রয়েছে ভিডিওটিতে। এক সৈনিক বলেন, “(Operation Sindoor) এর সূচনা হয়েছে পহেলগাঁও হামলা থেকে। এটা ক্রোধ নয়, বরং একটাই কথা মাথায় ঘুরছিল যে, এমন উচিত শিক্ষা দেওয়া হবে, যা ওদের ভবিষ্যৎ প্রজন্মও মনে থাকবে। এটা বদলা নয়, ন্যায়।” (India-Pakistan Tension)
ওই সৈনিক আরও বলেন, “৯ মে রাত ৯টা নাগাদ শত্রুর যে যে পোস্ট যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল, সেগুলিকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। শত্রুরা পোস্ট ছেড়ে পালাচ্ছিল। Operation Sindoor নেহাত কোনও অভিযান নয়, পাকিস্তানের জন্য উচিত শিক্ষা, যা এত দশকেও ওরা পায়নি।”
ये बदले की भावना नहीं, ये न्याय था!#OperationSindoor pic.twitter.com/hz7yaA5Kmb
— Smriti Z Irani (@smritiirani) May 18, 2025
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। তারা ২৬ জন নিরীহ মানুষকে নৃশংস ভাবে খুন করে। এর পর গত ৭ মে ভারতের তিন বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয়, যাতে মৃত্যু হয় শতাধিক জঙ্গির। সেই থেকে দুই দেশের মধ্যে যে সংঘাত দেখা দেয়, শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতা করতে হয় যুদ্ধবিরতিতে।
এই সংঘাতপর্বের জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত। দফায় দফা দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে আলোচনাও চলছে। রবিবার দুই দেশের DGMO-দের মধ্যে যদিও বৈঠক নেই। তবে যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে। আর এই আবহেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে তৎপর হয়েছে ভারত সরকার। শাসক-বিরোধী মিলিয়ে সাংসদদের প্রতিনিধিদলরা বিদেশ সফরে যাবেন। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং পাকিস্তান যে ভারত বিরোধী সন্ত্রাসে মদত দিচ্ছে, তা নিয়ে দেশের অবস্থান তুলে ধরবেন তাঁরা।





















