Opposition Unity Meet: পাটনায় বিজেপি বিরোধী মঞ্চে পাশাপাশি রাহুল-মমতা? থাকবেন কেজরিও? বাড়ছে জল্পনা
Opposition Meet: বিজেপি বিরোধী জোট তৈরির উদ্যোগ নিয়েছে একদা বিজেপি-সহযোগী, অধুনা বিরোধী শিবিরে থাকা নীতিশ কুমার। আগামী ২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
পাটনা: আগামী বছরেই লোকসভার লড়াই। তার আগে বারবার বিজেপি-বিরোধী জোট তৈরির ডাক দিয়েছে বিভিন্ন অবিজেপি বিরোধী দলগুলি। কিন্তু কোনও না কোনও সময় বিভিন্ন বিজেপি বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ফলে সেভাবে দানা বাঁধেনি সর্বভারতীয় বিজেপি জোট। এবার সেই জোটের উদ্যোগ নিয়েছে একদা বিজেপি-সহযোগী, অধুনা বিরোধী শিবিরে থাকা নীতিশ কুমার। আগামী ২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সূত্রের খবর, সেখানে এক জায়গায় আসতে চলেছে রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন জেডিইউ জাতীয় সভাপতি লালন সিংহ এবং বিহারের উপ মুখ্য়মন্ত্রী আরজেডির তেজস্বীপ্রসাদ যাদব। সেখানেই একটি নামের তালিকা প্রকাশ করেন তাঁরা। আগামী মিটিংয়ে কোন কোন বিজেপি বিরোধী দল থেকে কারা যোগ দেবেন সেটাই প্রকাশ করেন তাঁরা।
তেজস্বী জানিয়েছেন,উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সপা প্রধান অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পওয়ার, সিপিআইয়ের জাতীয় সম্পাদক ডি রাজা, সিপিএম-এর সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইএম-এল-এর দীপঙ্কর ভট্টাচার্য এই আলোচনায় যোগ দেবেন বলে জানিয়েছেন।
যদিও মিটিং নিয়ে আগে একটা সমস্যা হয়েছিল। প্রথমে এই মিটিং ১২ জুন ডাকা হয়েছিল। কিন্তু সেই তারিখ নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। তারপরে ২৩ জুন দিনটি স্থির হয়।
বিজেপি বিরোধী জোট তৈরির জন্য তেজস্বী তাঁর বাবা লালু প্রসাদ এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি নীতিশ কুমার এবং তেজস্বী যাদব কলকাতায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। লখনউতে গিয়ে অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেছিলেন। তখন থেকেই লোকসভায় বিজেপি বিরোধী জোট তৈরির সলতে পাকানো শুরু হয়েছিল। জাতীয় স্তরেও কংগ্রেসের সঙ্গে আপ ও তৃণমূলের সম্পর্ক মসৃণ নয়। তৃণমূলের তরফেও কংগ্রেস সম্পর্কে দূরত্ব রাখা হয়েছে বারবার। ফলে ২৩ জুনের মিটিংয়ে সবাই একসঙ্গে এলে তা বিরোধী জোট তৈরির ক্ষেত্রে বড় পদক্ষেপ হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সম্প্রতি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা। উপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেই দিন প্রায় ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। সূত্রের খবর, পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধে সাড়া দিয়েই পাটনায় এই বৈঠক ডেকেছেন নীতীশ কুমার।
Cow Smuggling Case: '৬ বছর চাকরি করেই ৩৬ লক্ষের গয়না!' ধৃত সায়গলের মামলায় বিস্মিত বিচারক