Mamata Banerjee : অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক
Opposition Meet : তৃণমূল সুপ্রিমোকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা দক্ষিণের রাজ্যের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার।
আশাবুল হোসেন, বেঙ্গালুরু : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে রাজ্য়ে রক্তস্নাত গণতন্ত্র। তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসে মদত দেওয়ার ভয়ঙ্কর অভিযোগে প্রতিদিন সরব অধীর চৌধুরীরা। আর তার মধ্য়েই সনিয়া গান্ধীর আমন্ত্রণে বিরোধী জোটের বৈঠকে অংশ নিতে বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। তৃণমূল সুপ্রিমোকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা দক্ষিণের রাজ্যের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার। যিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই জাতীয় রাজনীতিতে পরিচিত।
বিহারের পর কর্ণাটক, দ্বিতীয় বৈঠকে বসছে বিজেপি-র বিরোধীরা। কালকের বৈঠকে থাকার কথা ২৬ বিরোধী দলের নেতৃত্বের। আজ বিকেলে বিরোধী দলগুলির সৌজন্য-বৈঠকও হয়। বৈঠক শেষে বিরোধী নেতানেত্রীদের নৈশভোজের আমন্ত্রণ সনিয়া গান্ধীর। সনিয়ার ডাকা নৈশভোজে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন। নৈশভোজে যোগ দেওয়ার বিষয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কংগ্রেস, মোদি সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতার সিদ্ধান্ত নেওয়ায় বৈঠকে যোগ দিচ্ছে আপ-ও (AAP)।
পাটনায় বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠকে মোদি সরকারের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার বার্তাই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী থেকে নীতীশ কুমাররা। এবারের মেগা বৈঠকের শেষে কী উঠে আসে, সেদিকেই নজর জাতীয় রাজনীতিতে। অবশ্য বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। এদিকে, বাংলায় প্রবল সংঘাত থাকলেও বেঙ্গালুরুর বৈঠকে মমতা-অভিষেক সঙ্গে সনিয়া-রাহুলের এক মঞ্চে বসে আলোচনা ঘিরে প্রবল কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি শিবির।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'বৈঠকের কোনও ভবিষ্যত নেই। বারে বারে হয়। ১৯-এ হয়েছিল। যারা যুক্ত হয়েছেন, তারা পরিবারকে বাঁচাতে চাইছে। সারদা মামলায় প্রত্যক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কতটা জড়িয়ে ছিলেন সেই সম্পর্কিত যাবতীয় নথি আমি আগামী দু-একদিনের মধ্যে সিবিআই এর ডাইরেক্টর এর কাছে পেশ করব।' আর গোটা বিষয়টি ঘিরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের যে কংগ্রেস বারবার মোদি-মমতা সেটিংয়ের অভিযোগ করে, সেই তাদের আমন্ত্রণেই বেঙ্গালুরুতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ! রাজনীতি বড়ই বিচিত্র। কে কখন কার দিকে, কে কার প্রকৃত মিত্র, আর কে শত্রু, তা সহজে বুঝে ওঠা দায় ? কিন্তু প্রশ্ন হল, দ্বন্দ্বের মধ্য়ে দিয়ে কি বন্ধুত্ব সম্ভব ?
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial