Padma Awards 2025: ফের জাতীয় মঞ্চে মুখ-উজ্জ্বল বাংলার, পদ্মশ্রীর তালিকায় একঝাঁক বঙ্গ সন্তান; সম্মান কাদের কাদের ?
Padma Awards. : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ৭ জন পদ্ম বিভূষণ, ১৯ জন পদ্ম ভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে।

নয়াদিল্লি : ফের জাতীয় মঞ্চে মুখ উজ্জ্বল হল বাংলার। এদিন পদ্ম-প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে একঝাঁক বঙ্গসন্তান তালিকায় জায়গা করে নিয়েছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ৭ জন পদ্ম-বিভূষণ, ১৯ জন পদ্ম-ভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বাংলার একাধিক খ্যাতনামা মানুষ। রয়েছেন- এই সময়ের অন্যতম নামকরা সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংহ, প্রখ্যাত অভিনেত্রী মমতাশঙ্কর, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, শিল্পী গোকুলচন্দ্র দাস, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়, কার্তিক মহারাজ এবং SBI-র প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য-সহ আরও।
জ্বর গায়েই এরকম খবরে বাঁধ-ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করলেন মমতাশঙ্কর। তিনি বলেন, "আমি ভাবতেই পারিনি। আমি কোনও দিন ভাবতেই পারিনি। আমি অ্যাওয়ার্ড ভেবে কোনও জিনিস করিনি। আমি শুধু আমার নিজের কাজটা মনপ্রাণ দিয়ে করে গেছি, ভালোবেসে করে গেছি। আর, আমি কোনও দিন ভাবতেই পারিনি পদ্মশ্রী পাব। এরকম একটা অ্যাওয়ার্ড পাব কোনও দিন ভাবিনি। আমার বাবা-মাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যাঁরা শুভাকাঙ্খী, সারা পৃথিবীতে যাঁরা আমার কাজ দেখেছেন, বা আমাকে চেনেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আমার কাজ দেখে যাঁরা আমাকে ভালোবেসেছেন, তাঁদের তো ধন্যবাদ জানাচ্ছিই, যাঁরা আমার কাজ দেখে আমাকে ভালোবাসেননি বা আমাকে পছন্দ করেন না, আমি তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি। কারণ,আমি চাইব, আমি যেন আরও ভালো হতে পারি। আরও ভালো করতে পারি। তাই তাঁদেরও ভালোবাসা আমি যাতে পাই। সুতরাং, আমি নিজেকেও আরও বেটার করার চেষ্টা করব। এটাই বলতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এত মানুষের কথা মনে পড়ছে। কত মানুষের কাছ থেকে কত জিনিস শিখেছি। তাঁদের প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি। প্রত্যেক ধন্যবাদ জানাচ্ছি। আমার স্কুলের প্রত্যেক শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাচের যাঁরা গুরু তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আমার বাড়ির যাঁরা, সবচেয়ে নিকট আত্মীয় যাঁরা তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা আমার দূরের আত্মীয় তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমার এখনও ভেতরে ঢুকছে না। আমি কি সত্যিই পেয়েছি। আমি জ্বর নিয়ে শুয়েছিলাম। তার মধ্যে এই অ্যাওয়ার্ডটা পাওয়া, আমি এত খুশি। আজ আমি মূণাল দা (মূণাল সেন), মানিক কাকা (সত্যজিৎ রায়), ঋতুপর্ণ, রাজা মিত্র সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি, আমার বাবা-মা-দাদা, মৃণাল দা, সত্যজিৎ রায়...এরা প্রত্যেকেই নিশ্চয়ই আমার থেকেও আগে খবর পেয়ে গেছেন। কী বলে তাঁদের প্রণাম জানাব, কী বলে তাঁদের ধন্যবাদ জানাব। প্রত্যেককে ধন্যবাদ।"
বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক তথা পদ্মশ্রী-প্রাপক কার্তিক মহারাজ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "খ্যাতির বিড়ম্বনা হয়ে গেল। সন্ন্যাসীর কাছে কীসের স্বীকৃতি। বাড়িঘর সবকিছু ছেড়েই তো সন্ন্যাসী। "
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
