Pahalgam Attack : গুলির শব্দের আগেই 'আল্লাহ-হু-আকবর' ধ্বনি ! আজ NIA প্রশ্নবাণের মুখে সেই জিপলাইন অপারেটর
জঙ্গিদের নৃশংসতার সঙ্গে কি তার কোনও সম্পর্ক আছে? খতিয়ে দেখতে এবার ওই অপারেটরকে ডেকে পাঠাল এনআইএ।

পহেলগাঁও : আল্লাহ-হু-আকবর, আল্লাহ-হু-আকবর, আল্লাহ-হু-আকবর ! তিনবার এই কথা বলেই জিপলাইনে রাইড চালু করলেন ব্যক্তি। পহেলগাঁওতে জঙ্গি হামলার হাড় হিম করা ভিডিও ধরা পড়েছে এক পর্যটকের ক্যামেরায়। আর সেখানেই দেখা গিয়েছে, জিপলাইন অপারেটর ওই ব্যক্তির রাইড স্টার্ট করার আগে তিন বার বললেন ওই শব্দ বন্ধ। আর ঠিক তার আগেই শোনা গেল গগনবিদারী গুলির শব্দ। অথচ কী নিরুত্তাপ ওই অপারেটর। পর্যটকের অজান্তেই তাঁর মোবাইল ফোনে ধরা পড়ে গেল সেই ছবি। সেই ভিডিও এখন এনআইএর হাতে। আর ওই অপারেটরের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন পর্যটক। তাঁর দাবি, ঠিক গুলির শব্দের সময়, শুধু তাঁর রাইড শুরুর সময়ই তাঁকে তিনবার আল্লাহ-হু-আকবর বলতে শোনেন ওই ব্যক্তি। আগে কারও ক্ষেত্রে তিনি তো এমনটা বলেননি। তাহলে জঙ্গিদের নৃশংসতার সঙ্গে কি তার কোনও সম্পর্ক আছে? খতিয়ে দেখতে এবার ওই অপারেটরকে ডেকে পাঠাল এনআইএ।
সোমবার সামনে এসেছে পহেলগাঁওতে জঙ্গি হামলার নতুন ভিডিও! একেবারে জঙ্গিরা যখন পর্যটকদের গুলি করে মারছে,
সেই মুহূর্তের হাড় শিউরে দেওয়ার মতো ছবি ধরা পড়েছে এক পর্যটকের ক্য়ামেরায় । এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক পর্যটক বৈসরনে জিপলাইন দিয়ে ছবি তুলতে তুলতে যাচ্ছেন। তিনি একটু এগোতেই নীচে দেখা যায়, উপত্য়কায় লোকেরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে। পর্যটক যখন জিপলাইনের রাইডে মজে, তখনই আচমকা শোনা যায় গুলির শব্দ! একটু পরেই দেখা যাচ্ছে একজন দৌড়তে দৌড়তে গুলি খেয়ে লুটিয়ে পড়ছেন। এই ভিডিতেই ধরা পড়ে রাইড অপারেটরের গুলির শব্দেও নিরুত্তাপ মুখ।
এখন এনআইএ-র নজরে ওই অপারেটর। সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারী অফিসাররা। ঋষি ভট্ট নামে পহেলগাঁও হামলার ওই প্রত্যক্ষদর্শী বলেন, তিনি জিপলাইনে থাকার সময়ই একাধিক গুলির শব্দ শোনেন মানুষকে লুটিয়ে পড়তে দেখেন। তিনি জানিয়েছেন, তিনি যখন জিপলাইনে ছিলেন, তখনই গুলির শব্দ শোনেন। প্রায় ২০ সেকেন্ড পর বুঝতে পারেন সেটি জঙ্গি হামলা। ৫-৬ জনকে গুলি করতে দেখেন তিনি। তারপর লক্ষ্যে পৌঁছতেই তড়িঘড়ি জিপলাইন থেকে নেমে স্ত্রী ও ছেলেকে নিয়ে দৌড় দেন। প্রথমে একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়েন। সেখানে আরও লোকজন লুকিয়ে ছিল। তারপর ২০-২৫ পর সেনা আসে।






















