India Pakistan News: 'সোশ্যাল মিডিয়ায় রয়েছে প্রমাণ' ! পাক প্রতিরক্ষা মন্ত্রীর 'আজব' মন্তব্যে হতবাক সকলে
Khwaja Asif: পাকিস্তান দাবি করেছিল, ভারতের ৫টি যুদ্ধ বিমান তারা নামিয়েছিল পাক ভূ-খণ্ডে। এর মধ্যে তিনটি রাফাল যুদ্ধ বিমান।

India Pakistan News: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের এক মন্তব্য নিয়ে মস্করা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন- কে দেওয়া একটি সাক্ষাৎকার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। ইতিমধ্যেই পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তরফে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'- এর মাধ্যমে।
পাকিস্তান দাবি করেছে, ভারতের ৫টি যুদ্ধ বিমান তারা গুলি করে নামিয়েছে। এই প্রসঙ্গেই সিএনএন- এর সাংবাদিক পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফকে প্রশ্ন করেন, পাকিস্তান যে এ হেন দাবি করছে, তার প্রমাণ কী? জবাবে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। ভারতের সোশ্যাল মিডিয়ায় এই তথ্যই নাকি ঘুরছে। যুদ্ধ বিমানের ভাঙাচোরা অংশের ছবি ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ।
কথার মাঝেই পাক প্রতিরক্ষা মন্ত্রীকে কার্যত থামিয়ে দেন সিএনএন- এর সঞ্চালিকা। স্পষ্ট ভাষায় জানান, ওই অনুষ্ঠানে তাঁকে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কথা বলতে বলা হয়নি। সিএনএন- এর সঞ্চালিকা বলেন, 'আপনি প্রতিরক্ষা মন্ত্রী স্যার। আপনার সঙ্গে কথা বলার এটাই কারণ। সোশ্যাল মিডিয়ায় কী কনটেন্ট রয়েছে সেই ব্যাপারে কথা বলার জন্য নয়। আমি দুঃখিত।'
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সিএনএন- কে দেওয়া এই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কোনও দেশের প্রতিরক্ষা মন্ত্রী কীভাবে এই রকম কথা বলতে পারেন, তা দেখেই হতবাক নেট দুনিয়া। খোয়াজা আসিফের মন্তব্যের জন্য তাঁকে নিয়ে মশকরা করতেও পিছপা হননি নেটিজেনরা।
পহেলগাঁও-এ বেছে বেছে হিন্দু নিধনের বদলায় 'অপারেশন সিঁদুরে' বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। ৯টি জায়গায় ২৪ বার মিসাইল হামলা। ২৫ মিনিটেই খেল খতম! সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে বায়ুসেনা। প্রত্যাঘাতে ব্যবহার করা হয় হ্যামার স্মার্ট বম্ব। সঙ্গে ছিল 'কামিকাজে ড্রোন'। ভারতের হামলায় ইতিমধ্যেই দিশাহারা পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা।






















