Pakistan Appendectomy Racket : দূষিত পানীয় জলে সংক্রমণ, হাসপাতালে গেলেই কেটে বাদ অ্যাপেনডিক্স! পাক-গ্রামে জমে উঠেছে বিরাট অঙ্কের ব্যবসা
কোনও রকম পরীক্ষা নিরীক্ষা না -করেই ঝপাঝপ অ্যাপেনডিক্স কেটে বাদ দিচ্ছেন চিকিৎসকরা। বিলও করা হচ্ছে মোটা।

গ্রামে নেই পরিশুদ্ধ পানীয় জল। যা জল পাওয়া যায়, তা কাদা গোলা, পানের অযোগ্য। কিন্তু তাই বাধ্য হয়ে খেতে হয় গোটা গ্রামকে। আর তার ফলে আট থেকে আশি, সবার পেটের রোগ। দুদিন অন্তর পেটে যন্ত্রণা, বমি। পাকিস্তানের সাদিকাবাদের টিল্লু রোডে অবস্থিত নির্জন গ্রাম চক ২১২-পি-র কথা শুনলে গা শিউর উঠবে। জল সমস্যা, স্বাস্থ্য সংকট এমন পিছিয়ে পড়া দেশে নতুন কিছু নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হয়, সেই গ্রামের চিকিৎসকদের কাণ্ডকারখানা। কোনও রকম পরীক্ষা নিরীক্ষা না -করেই ঝপাঝপ অ্যাপেনডিক্স কেটে বাদ দিচ্ছেন তাঁরা। বিলও করা হচ্ছে মোটা।
এই গ্রামে নিরাপদ পানীয় জলের অভাব। বাসিন্দারা বাধ্য হয়েই মাটির নীচের দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন। এমনই খবর প্রকাশ ডন সংবাদপত্রের একটি প্রতিবেদনে। ডনের ফিচারে উল্লেখ,২০১৭ সাল থেকে, এই গ্রামে কমপক্ষে ৯৮ জনের পেটে ব্যথার জন্য অ্যাপেনডেক্টমি করা হয়।
এই গ্রামেই প্রথমে পেটের যন্ত্রণায় কাবু হয়েছিলেন ১০ থেকে ১৫ জন শিশু । প্রথমে অন্ত্রের অস্বস্তিতে ভুগছিল তারা। কিন্তু ডাক্তার বলতে ভরসা গ্রামের কোয়াক ডাক্তার। কাছাকাছি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে গেলেও ওষুধে কাজ হচ্ছে না। তারপরই রেফার করে দেওয়া হচ্ছে সাদিকাবাদের বেসরকারি হাসপাতালে। সেখানে একটাই সমাধান - অপারেশন ! পরীক্ষা-নিরীক্ষা নেই, ডাক্তার দেখাতেই অপারেশনের নিদান।
ডনের প্রতিবেদন বলছে,কোয়াক ডাক্তারের ওষুধে ফল মেলে না বেশিরভাগ সময়ই। ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত, মোট ৯৮টি অ্যাপেনডেকটমি সার্জারি করা হয়েছে সাদিকাবাদের বেসরকারি হাসপাতালে। ২০১৯ সালের পর, টিলু রোড অঞ্চলের বেশ কয়েকজন লাইসেন্সবিহীন চিকিৎসককের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু তারপরেও কিছু শর্তে তাদের প্র্যাকটিশ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। আর উপ-জেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ মেডিকেল কমপ্লেক্সে (টিএমসি) সাদিকাবাদের ওই বেসরকারি হাসপাতালে রেফার করে দেন রোগীদের।
২০২৫ সালের ২৯ মে, যখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক অ্যাপেনডিক্স অপারেশনের বিষয়টা সামনে আসে। দেখা যায়, চলতি বছরেওপেটের সমস্যা নিয়ে আসা সিংহভাগ রোগীদেরই অ্যাপেনডেক্টমি করানো হয়েছে সেখানে। আর তার জন্য রয়েছে মোটা টাকার প্যাকেজ। পাকিস্তানের এই জায়গার কাণ্ডে ঢি ঢি পড়ে গিয়েছে।






















