Pakistan-Sri Lanka Relations: বন্যা-বিধ্বস্ত শ্রীলঙ্কায় মেয়াদ উত্তীর্ণ ত্রাণসামগ্রী পাঠাল পাকিস্তান ! সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়
Sri Lanka Flood: অভিযোগ ওঠে যে, পাকিস্তান সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ বন্যা সঙ্কটের মুখে পড়া দেশটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাঠিয়েছে।

শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা দিতে গিয়েছিল পাকিস্তান। আর সেকাজ করতে গিয়ে এমন ঘটনা ঘটাল যাকে কেন্দ্র করে সমালোচনা ঝড় উঠেল। সোশাল মিডিয়ায় পাকিস্তানের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বন্যা-বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী পাঠানো নিয়ে ঘটনার সূত্রপাত। কলম্বোর উদ্দেশে ত্রাণ-সামগ্রী পাঠানো হয় পাকিস্তান দূতাবাস থেকে। কিন্তু, তাজ্জব ব্যাপার, যে ত্রাণ-সামগ্রী পাঠানো হয়েছে তা মেয়াদ-উত্তীর্ণ। কনসাইনমেন্টের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে পাকিস্তানের হাই কমিশন। কঠিন সময়ে ইসলামাবাদ যে কলম্বোর পাশে রয়েছে সেই বার্তা সোশাল মিডিয়ায় পৌঁছে দিতে চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করে তারা। তার কয়েক ঘণ্টার মধ্যেই মেয়াদ উত্তীর্ণ ত্রাণসামগ্রীর বিষয়টি সামনে আসে। বিভিন্ন প্যাকেটে দেখা যায়, “EXP: 10/2024” লেখা রয়েছে। অর্থাৎ,সংশ্লিষ্ট সামগ্রীর মেয়াদ পেরিয়ে গিয়েছে। অভিযোগ ওঠে যে, পাকিস্তান সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ বন্যা সঙ্কটের মুখে পড়া দেশটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাঠিয়েছে।
“সর্বদা একসঙ্গে দাঁড়িয়ে আছে পাকিস্তান আজ এবং সর্বদা শ্রীলঙ্কার সঙ্গে,” হাই কমিশন বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য ত্রাণ সামগ্রী বিতরণের ঘোষণা করার সময় এমনটা লেখে। কিন্তু আপলোড করা ছবিতে উদযাপনের বার্তা দ্রুতই ঢাকা পড়ে যায়। সোশাল মিডিয়া ব্যবহারকারীরা মেয়াদ-উত্তীর্ণের বিষয়টি মার্ক করে। উল্লেখ করা হয়, ২০২৪-এর অক্টোবর এক বছরেরও বেশি সময় আগে পেরিয়ে গেছে। অনেকে অভিযোগ করেছেন যে, পাকিস্তান দুর্যোগ-গ্রস্তদের অসম্মান করছে, কারণ পণ্যের মেয়াদ শেষ হয়ে গেছে। কিছু সোশাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন যে, কেন মিশন লেবেলগুলি পরীক্ষা না করেই প্রকাশ্যে ছবি পোস্ট করা হল ? যদিও এনিয়ে এখনই কোনও বিবৃতি জারি করা হয়নি ইসলামাবাদের তরফে।
বিধ্বংসী সাইক্লোন দেতোয়ার দাপটে শ্রীলঙ্কার বিরাট এলাকা যেন মৃত্যুপুরী। সাইক্লোনের দাপটি মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে এই সংখ্যা আরও বেশি বলেই আশঙ্কা করা হচ্ছে। সাইক্লোনের পর এখনও খোঁজ নেই ৩৫০-র বেশি মানুষের। সাইক্লোনের সঙ্গে সঙ্গে দ্বীপরাষ্ট্র জুড়ে ভয়াবহ বন্যা, হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।
বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। 'অপারেশন সাগর বন্ধু'-র মাধ্যমে ৫৩ টন ত্রাণ-সামগ্রী পাঠানো হয়েছে দ্বীপরাষ্ট্রে। ২৮ নভেম্বর থেকে আকাশ ও সমুদ্র পথে এইসব সামগ্রী পাঠানো হয়। এর পাশাপাশি ২০০০-এর বেশি ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।






















