Operation Sindoor: ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দিতে চেয়েছিল পাকিস্তান, হাতেগোনা লোক নিয়ে রক্ষা করে CISF, সাহসিকতার জন্য মিলল পুরস্কার
India-Pakistan News: গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পরিস্থিতি তৈরি হওয়ার পর ছ’মাস কেটে গিয়েছে। তবে ‘অপারেশন সিঁদুর’ নিত্যনতুন তথ্য সামনে আসছে এখনও। পাকিস্তানের অভিসন্ধি নিয়ে নয়া তথ্য সামনে এল আবার। জানা গেল, জম্মু ও কাশ্মীরের উরি-তে একটি জলবিদ্যুৎ প্রকল্পকে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। CISF বাহিনীর হাতেগোনা কয়েকজন সদস্য মিলে সেই চেষ্টা রুখে দেন। (India-Pakistan News)
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। সেখানে অবস্থিত একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। আর তাতেই পাকিস্তান উপত্যকার জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস করে দিতে উদ্য়োগী হয় বলে জানা গিয়েছে। সম্প্রতি, CISF-এর ১৯ জনকে Uri Hydro Electric Power Projects (UHEP 1, 2) প্রকল্পকে রক্ষা করার জন্য সম্মানিত করা হয়েছে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ওই এলাকায় তাঁরা ২৫০ নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়েছেন বলে জানা গিয়েছে। আর তাতেই গোটা বিষয়টি জানা গেল। (Operation Sindoor)
জানা গিয়েছে, গত ৭ মে পহেলগাঁও হামলার পাল্টা ভারত যখন ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নামে, সেই সময় বরামুল্লা জেলায় ঝিলম নদীর উপর অবস্থিত Uri Hydro Electric Power Projects (UHEP 1, 2)-এ উচ্চ সতর্কতা জারি হয়েছিল। নিভিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত আলো। এর পর পরই নিয়ন্ত্রণ রেখার থেকে ওপার থেকে এলোপাথাড়ি গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। ঝাঁক ঝাঁক ড্রোন পাঠায় তারা। ওই জলবিদ্যুৎ প্রকল্পকে ধ্বংস করে দেওয়াই লক্ষ্য ছিল তাদের।
CISF Personnel Honoured With The DG’s Disc For Exceptional Bravery During Operation Sindoor
— CISF (@CISFHQrs) November 25, 2025
Amid intense cross-border shelling in May 2025, CISF teams at Uri Hydro Electric Projects displayed extraordinary courage, safeguarding vital national assets and evacuating 250 civilians… pic.twitter.com/NPd0KkHaVp
নিয়ন্ত্রণরেখার গা ঘেঁষে অবস্থিত Uri Hydro Electric Power Projects (UHEP 1, 2). সেখানে বহু সাধারণ মানুষেরও বাস রয়েছে। পাকিস্তানের হামলার মুখে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কিন্তু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে, অসীম সাহস দেখিয়ে পরিস্থিতি সামাল দেয় CISF-এর ১৯ জনের ওই দল। কম্যান্ডান্ট রবি যাদবের নেতৃত্বে গুলি করে নামানো হয় পাকিস্তানি ড্রোনগুলিকে। পাশাপাশি, শুরু হয় উদ্ধারকার্যও।
উদ্ধারকার্যে যুক্ত ASI গুরজিৎ সিংহকেও সম্মান জানানো হয়েছে। তিনি বলেন, “Uri 2 প্রকল্পের মীল প্রবেশদ্বার থেকে শত্রুপক্ষের ড্রোন গুলি করে নামানো হয়। কোনও ড্রোনই জলবিদ্যুৎ প্রকল্পের গায়ে আঁচড় কাটতে পারেনি।”
ওই এলাকার বাড়িগুলিকে লক্ষ্য করেও গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। সাধারণ নাগিকদের বাঁচাতে দরজায় দরজায় ছুটে যান CISF কর্মীরা। জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী-সহ ২৫০ স্থানীয় বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করে আনেন তাঁরা। একটি প্রাণহানিও হতে দেননি। যাঁরা ঘুমিয়ে পড়েছিলেন, তাঁরা বুঝতেও পারেননি কী ঘটছে। তাঁদেরও নিরাপদে বের করে আনা হয়।
CISF-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সীমান্তে যখন ভারী গোলাগুলি চলছে, সেই সময় জলবিদ্যুৎ প্রকল্পে মোতায়েন CISF বাহিনী অসীম সাহসের পরিচয় দিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করেছেন যেমন, তেমনই নিজেদের জীবন বাজি রেখে ২৫০ জন নিরীহ মানুষকে বাঁচিয়েছেন।
এর আগে, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে সেনাশিবিরে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিকা। ১৯ জন প্রাণ হারান তাতে, আহত হন ২০ জনের বেশি। ছ’ঘণ্টা ধরে গুলি বিনিময় চলার পর চার জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী। তার ন’দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করে দেয় ভারত, যাতে প্রায় ১০০ জঙ্গি মারা যায়।






















