এক্সপ্লোর
Advertisement
India Pakistan Love Story : ৫ বছরের উথালপাথাল প্রেম, কলকাতার সমীরকে বিয়ে করতে সীমান্ত পেরিয়ে এলেন পাক তরুণী
Pakistan woman to marry Kolkata resident: কলকাতার ছেলেকে বিয়ে করতে পাকিস্তান থেকে এলেন জাওয়ারিয়া । গত পাঁচ বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন কলকাতার বাসিন্দা সমীর খানের সঙ্গে ।
নয়াদিল্লি : এদের প্রেম মনে করিয়ে দেবে বীর-জারার গল্প। কোনও সীমানা, ধর্ম, কাঁটাতার কিছুই আটকাতে পারেনি তাঁদেরকে। তেমনই যেন এঁদের কাহিনি। তবে দেশের রাজনীতি, কূটনীতি কিছু বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের পথে। কলকাতার ছেলের প্রেমে হাবুডুবু পাকিস্তানি তরুণীকে এদেশে এসে বিয়ে করার অনুমতি দিয়েছে ভারত ।
কলকাতার ছেলেকে বিয়ে করতে পাকিস্তান থেকে এলেন জাওয়ারিয়া । গত পাঁচ বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন কলকাতার বাসিন্দা সমীর খানের সঙ্গে । ভালবাসার গভীরতা বেড়েছে ক্রমশ। তাই এবার তারা সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে চান। ওয়াঘা বর্ডার হয়ে যখন দেশে প্রবেশ করেন জাওয়ারিয়া , তখন আনন্দ ধরে রাখতে পারেননি সমীর। ফুলের তোড়া নিয়ে ছুটে যান তিনি। আর বহু প্রত্যাশিত দেখা হওয়ার পরে জাওয়ারিয়াও ধরে রাখতে পারেননি আবেগ। জানান, বলেছেন, "আমি অত্যন্ত খুশি...আমি সাহায্যের জন্য ভারত সরকারকে আমার বিশেষ ধন্যবাদ জানাতে চাই...আমরা গত পাঁচ বছর ধরে একটি সম্পর্কের মধ্যে রয়েছি...আমরা ভিসার জন্য চেষ্টা করছিলাম দীর্ঘ সময় এবং অবশেষে, তা সম্ভব হয়েছে। আমাকে ৪৫ দিনের ভিসা দেওয়া হয়েছে..."
#WATCH | Amritsar, Punjab: A Pakistani woman, Javeria Khanum arrived in India (at the Attari-Wagah border) to marry her fiancé Sameer Khan, a Kolkata resident. She was welcomed in India to the beats of 'dhol'.
— ANI (@ANI) December 5, 2023
She says, "I am extremely happy...I want to convey my special thanks… pic.twitter.com/E0U00TIYMX
সাংবাদিকদের বলেন, "আমি ওঁকে দেখে খুব খুশি এবং অবাক হয়েছি, আপনারা সেই আনন্দ তো আমার চেহারায় দেখতেই পাচ্ছেন। আমি ভারত সরকার এবং জনাব মকবুলকে ধন্যবাদ জানাতে চাই, যারা ভিসা প্রক্রিয়ায় আমাদের সাহায্য করেছে। উভয় দেশই আমাদের সাহায্য করেছে। অনেক কিছু হতে পারে। যখন উদ্দেশ্য পরিষ্কার হয় তখন প্রেমের মধ্যে সীমান্ত বাধা হয়ে দাঁড়াতে পারে না,ওই ঘটনা তার একটি উদাহরণ।"
পাক তরুণী জানান, আমাদের উভয় পরিবার বিয়েতে সম্মত হয়েছে। শুধু ভিসার জন্য আটকেছিল। সেটাও হয়ে গেল। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা। হবু দম্পতির ইচ্ছে, উভয় সরকারই দম্পতিদের জন্য বিশেষ ভিসা চালু করুক, যাতে যাঁরা বিয়ে করতে চান তাঁদের জন্য। নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলির জন্য বিশেষ বিভাগ থাকা উচিত।
সমীর পিটিআইকে জানিয়েছেন, তাঁর জার্মানি, আফ্রিকা, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বন্ধুরা সম্ভবত তার বিয়েতে যোগ দেবেন।
আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement