এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান: ধর্ম অবমাননার অভিযোগে ব্যাঙ্ক ম্যানেজারকে খুন করল রক্ষী, জড়িয়ে ধরে সমর্থন স্থানীয় মৌলবাদীদের
পাকিস্তানে ধর্মাবননা বা ব্লাসফেমি অত্যন্ত বিতর্কিত ইস্যু। একবার কারও বিরুদ্ধে এই অভিযোগ উঠলে যাবজ্জীবন জেল এমনকী মৃত্যুদণ্ডও বিচিত্র নয়।
মুলতান: ফের মহম্মদকে অপমানের অভিযোগ। ফের হত্যা। পাকিস্তানের পূর্বে মুলতান প্রদেশে মুসলিমদের ধর্মগুরু মহম্মদকে অপমানের অভিযোগে স্থানীয় এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করল ওই ব্যাঙ্কেরই জনৈক রক্ষী। তাকে আবার জড়িয়ে ধরে সমর্থন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ওই রক্ষীকে গ্রেফতার করা হয়েছে, তার নাম আহমেদ নওয়াজ। গ্রেফতার হওয়ার পর সে মহম্মদের প্রতি নিজের ভালবাসা জানিয়ে স্লোগান দিতে শুরু করে। এতে ছুটে আসে স্থানীয় মুসলিমরা, তারা জড়িয়ে ধরে ওই রক্ষীকে। নওয়াজকে রাখা হয়েছে খুসাব শহরের একটি থানায়, তার প্রতি সমর্থন জানাতে মৌলবাদীরা সেটি ঘেরাও করে। যদিও ইমরান হানিফ নামে খুন হয়ে যাওয়া ব্যাঙ্ক ম্যানেজারের পরিবারের দাবি, তিনি ধর্মাবমাননা করেননি, মহম্মদকে ভালবাসতেন। অকারণে খুন করা হয়েছে তাঁকে।
পাকিস্তানে ধর্মাবননা বা ব্লাসফেমি অত্যন্ত বিতর্কিত ইস্যু। একবার কারও বিরুদ্ধে এই অভিযোগ উঠলে যাবজ্জীবন জেল এমনকী মৃত্যুদণ্ডও বিচিত্র নয়। সাধারণ লোক অনেক সময় আইন নিজের হাতে তুলে নেয়, পিটিয়ে মেরে ফেলে অভিযুক্তকে। ২০১১ সালে পঞ্জাব প্রদেশের জনৈক গভর্নরকে তাঁর নিরাপত্তা রক্ষীই খুন করে, তাঁর অপরাধ ছিল, তিনি ধর্মাবননার অভিযোগে অভিযুক্ত আসিয়া বিবি নামে জনৈক খ্রিস্টান মহিলাকে সমর্থন করেছিলেন। আসিয়া বিবির ঘটনা গোটা বিশ্বে জানাজানি হয়ে যায়, ফলে মৃত্যুদণ্ড পেলেও ৮ বছর জেল খাটার পর ছাড়া পেয়ে যান তিনি। কিন্তু মৌলবাদীদের ক্রমাগত হুমকির মুখে আসিয়া পাকিস্তান ছেড়ে কানাডা চলে যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement