এক্সপ্লোর
পাকিস্তানে বিয়েতে আজব উপহার, বরকে দেওয়া হল একে-৪৭! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কাউকে কোনও উপহার দিতে হলে অনেকেই দোটানায় পড়ে যান। অনেকের কাছেই কাজটা বেশ মুশকিলের। আবার কারুর বিয়েতে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে বেশ মাথা ঘামাতে হয়। কেউ কেউ সৃষ্টিশীল উপহার দিতে পছন্দ করেন, যাতে এই উপহারের কথা প্রাপকের সবদিন মনে থাকে।

করাচি: কাউকে কোনও উপহার দিতে হলে অনেকেই দোটানায় পড়ে যান। অনেকের কাছেই কাজটা বেশ মুশকিলের। আবার কারুর বিয়েতে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে বেশ মাথা ঘামাতে হয়। কেউ কেউ সৃষ্টিশীল উপহার দিতে পছন্দ করেন, যাতে এই উপহারের কথা প্রাপকের সবদিন মনে থাকে। কিন্তু কোনওদিন কি শুনেছেন বা দেখেছেন যে, বিয়েতে কেউ আগ্নেয়াস্ত্র উপহার দিচ্ছেন! তাও আবার একে ৪৭! পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে এমনই ঘটনা সামনে এসেছে। এর ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে এক মহিলাকে বরের হাতে একে ৪৭ রাইফেল তুলে দিতে দেখা যাচ্ছে। এই আজব উপহার দেখে উপস্থিত লোকজনকে উচ্ছ্বাস প্রকাশ করতে শোনা গিয়েছে, যেন এটা খুব খুশির ব্যাপার।উপহার হাতে পেয়ে পর বন্দুক হাতে পোজও দেন। ৩০ সেকেন্ডের এই ভিডিও নিয়ে নেটিজেনরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। সবচেয়ে আশ্চর্যের, একে-৪৭ দেখেও বর বা কনে, কারুর চোখে-মুখেই চমকে ওঠার কোনও ছাপ ছিল না। এই ভিডিও পাক সাংবাদিক আদিল এহসান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। ওই মহিলা প্রথমে বরের মাথায় চুম্বন এঁকে দিয়ে উপহার হিসেবে ওই রাইফেল তুলে দেন। এক ইউজারের প্রতিক্রিয়া, উপহার হিসেবে রাইফেল দেওয়া খুবই তাজ্জব ব্যাপার, তা উদ্বেগেরও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















