Pamela Drug Scam:পামেলাকাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংহর বাড়িতে পুলিশ, ঢুকতে বাধা, ছেলের সঙ্গে কথা কাটাকাটি
পামেলাকাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংহর বাড়িতে পুলিশি অভিযান।আলিপুর রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী।পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা।রাকেশের ছেলের সঙ্গে কথা কাটাকাটি।রাকেশের বাড়ির গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বৈধ নথি দেখাচ্ছে না পুলিশ, অভিযোগ রাকেশের ছেলের
কলকাতা: পামেলাকাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংহর বাড়িতে পুলিশি অভিযান।আলিপুর রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী।পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা।রাকেশের ছেলের সঙ্গে কথা কাটাকাটি।রাকেশের বাড়ির গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বৈধ নথি দেখাচ্ছে না পুলিশ, অভিযোগ রাকেশের ছেলের। তিনি বলেছেন , কী কারণে এসেছে, স্পষ্ট করছে না পুলিশ। কাজে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ পুলিশের। পুলিশ বলেছে, একটি মাদক মামলার তদন্তের কাজে এখানে এসেছে তারা। কাজে বাধা দিলে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, আদালতে অস্বস্তিতে বিজেপি নেতা রাকেশ সিংহ। লালবাজারের নোটিসের উপর স্থগিতাদেশ দিল না আদালত।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নিউ আলিপুর থেকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে। গ্রেফতার করা হয় যুব নেতা প্রবীর কুমার দে-কেও।
গ্রেফতার হওয়ার পর বিজেপি নেতা রাকেশ সিংহ-এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন পামেলা। কোর্ট লক আপে বিস্ফোরক অভিযোগ করেন মাদককাণ্ডে ধৃত বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। নিজেরই দলের নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী। পামেলা গোস্বামীর দাবি, রাকেশ সিংহ কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন পামেলা গোস্বামী। পাশাপাশি, রাকেশ সিংহকে গ্রেফতারেরও দাবিও জানিয়েছেন বিজেপি নেত্রী। এর নেপথ্যে তৃণমূল ও পুলিশের একাংশের ষড়যন্ত্র থাকতে পারে, পামেলার অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপি নেতা রাকেশ সিংহ।