Thane News: রাসায়নিক কারখানায় গ্যাস লিকের জেরে চারিদিকে কালো ধোঁয়া, আতঙ্কে থানের বাসিন্দারা
Maharashtra News: মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথ শহরে একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিকের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। চারিদিকে ঢেকেছে কালো ধোঁয়ায়।
থানে: রাসায়নিক একটি কারখানায় (chemical company) গ্যাস লিকের (gas leak) জেরে চারিদিকে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া। এর জেরে দেখতে সমস্যা হচ্ছে মানুষের। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন সবাই। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে (Thane) জেলার অম্বরনাথ (Ambernath) শহরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, থানে জেলার অম্বরনাথ শহরে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিক করার জেরে দৃশ্যমানতা কম হওয়ার পাশাপাশি মানুষের চোখ জ্বালা করছে। মুখে অস্বস্তি হচ্ছে। গ্যাস লিকের খবর পাওয়ার পরেই বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। প্রশাসনের তরফে বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার অনুরোধ করা হয়েছে।
#BREAKING
— Mr. Shaz (@Wh_So_Serious) September 12, 2024
A gas leak at a chemical company in Ambarnath is affecting the city, causing reduced visibility and symptoms like itchy eyes and throat irritation among residents.
Stay safe! #BreakingNews#Ambarnath #GasLeak #Maharashtra#India pic.twitter.com/gqZVwnDr40
কী কারণে ওই রাসায়নিক কারখানায় গ্যাস লিক করল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনা কেন ঘটল তার কারণ উদ্ধার হয়নি। সোশ্যাল মিডিয়াতে গ্যাস লিকের জেরে রাস্তা যে কালো ধোঁয়ায় ভরে গেছে তার ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন অম্বর নাথ শহরের বাসিন্দারা।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৪ সালের ২ ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপালে একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ফলে ১৫ থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। প্রায় ৫ লক্ষ মানুষ শ্বাসকষ্ট, অন্ধত্ব এবং অন্যান্য স্বাস্ব্যগত সমস্যার সম্মুখীন হয়েছিল। বৃহস্পতিবার থানের অম্বরনাথ শহরে সেই রকম কিছু না ঘটলেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার সবরকম চেষ্টা করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।