এক্সপ্লোর
মেয়ের ছবি লাভ আজকাল-এর ট্রেলার ভাল লাগেনি সেফের, জেনে নিন কারণ
এখন ট্রেলারে কার্তিক-সারার ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। সম্ভবত সে জন্যই সেফের ট্রেলার ভাল লাগেনি।

মুম্বই: তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র দারুণ হিট করেছে। বেজায় খুশি ছবির ভিলেন সেফ আলি খান। আবার দিনকয়েকের মধ্যেই মুক্তি পেতে চলেছে মেয়ে সারার ছবি লাভ আজকাল। সেফের আবার মেয়ের ছবির ট্রেলার মোটেই পছন্দ হয়নি। লাভ আজকাল সেফেরই ছবির রিমেক, দীপিকা পাড়ুকোনের বিপরীতে সেই ছবিরও নাম ছিল লাভ আজকাল। এক সাক্ষাৎকারে সেফ সারা ও তাঁর নায়ক কার্তিক আরিয়ানকে প্রথমে অভিনন্দন জানিয়েছেন, তারপর বলেছেন, তাঁর ছবির ট্রেলার তাঁর বেশি পছন্দ হয়েছিল।
এখন ট্রেলারে কার্তিক-সারার ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। সম্ভবত সে জন্যই সেফের ট্রেলার ভাল লাগেনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















