Social Media Rule: চাইলেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না ছোটরা, মা-বাবার অনুমতি লাগবে, নয়া আইন আনছে কেন্দ্র
Social Media for Children: শুক্রবার Digital Personal Data Protection Act 2023 খসড়া বিলটি সামনে এসেছে।
নয়াদিল্লি: ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হয়েছে বিদেশে। পুরোপুরি নিষিদ্ধ না করলেও, ভারত সরকারও ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কড়া বিধিনিষেধ আনতে চলেছে। ইতিমধ্যেই খসড়া বিল তৈরি হয়ে গিয়েছে। খসড়া বিলে বলা হয়েছে, ১৮ অনূর্ধ্ব কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে চাইলে মা-বাবার অনুমতি বাধ্যতামূলক। মা-বাবার অনুমতি নিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে কি না, তা যাচাই করে দেখতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। (Social Media Rule)
শুক্রবার Digital Personal Data Protection Act 2023 খসড়া বিলটি সামনে এসেছে। সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। বিলটি নিয়ে সাধারণ মানুষের পরামর্শ চাওয়া হয়েছে। কোনও কিছু নিয়ে আপত্তি থাকলে, জানাতে বলা হয়েছে তা-ও। MyGov.in ওয়েবসাইটে গিয়ে মতামত জানানো যাবে। (Social Media for Children)
খসড়া বিলটিতে শিশু, ভিন্নভাবে সক্ষমদের তথ্য সুরক্ষিত রাখার উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, নাগরিকদের ব্যক্তিগত তথ্য পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাগুলিকে অপ্রাপ্তবয়স্কদের তথ্য নিয়ে কাজ করার আগে, মা-বাবার অনুমতি নিতে হবে। সেই অনুমোদন আদায়ের ক্ষেত্রে সরকারের তরফে জারি করা পরিচয়পত্র অথবা ডিজিটাল পরিচয়পত্রের টোকেন ব্যবহার করা যেতে পারে, যা ডিজিটাল লকারে মজুত রয়েছে। কিছু ক্ষেত্রে যদিও শিশুকল্যাণ সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
The Ministry of Electronics and Information Technology has published the draft rules for the Digital Personal Data Protection (DPDP) Act for public consultation. Suggestions and objections regarding the draft rules can be submitted through the MyGov portal until February 18,… pic.twitter.com/a5X4uPeFyW
— Bar and Bench (@barandbench) January 3, 2025
শিশুদের তথ্য সুরক্ষিত রাখতে খসড়া প্রস্তাবে গ্রাহকের অধিকারবৃদ্ধির কথাও বলা হয়েছে। এতে কেউ চাইলে নিজের তথ্য মুছে দেওয়ার দাবি জানাতে পারবেন। কেন তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তা জানতে চাইতে পারেন, সংস্থাগুলির কাজকর্মে স্বচ্ছতার দাবি জানাতে পারেন। পাশাপাশি, তথ্য সংগ্রহের নীতিকে চ্যালেঞ্জও জানাতে পারেন গ্রাহকরা, কোন কাজে তাঁদের তথ্য ব্যবহার করা হচ্ছে, তা-ও জানতে চাইতে পারেন। তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আইন লঙ্ঘন হলে ২৫০ কোটি টাকা জরিমানাও হতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে খসড়া বিলে।
খসড়া বিল অনুযায়ী, সমস্ত ই-কমার্স সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। সেই তালিকায় রয়েছে অনলাইন গেমিং সংস্থা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রত্যেকের জন্য পৃথক নির্দেশিকা রয়েছে। সরকারি নির্দেশিকা সকলে মেনে চলছে কি না, তা দেখতে Data Protection Board-ও গড়বে কেন্দ্র। ডিজিটাল নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করবে সেটি। আইন লঙ্ঘন হচ্ছে কি না খতিয়ে দেখবে, জরিমানা ধার্য করবে, মধ্যস্থতা করবে দুই পক্ষের মধ্যে। তাবড় সংস্থা যাদের ন্যূনতম সম্পদ ১২ কোটি টাকা, তারা নাম নথিভুক্ত করতে পারবে।