এক্সপ্লোর
Advertisement
কৃষকদের সঙ্গে 'বঞ্চনা করেছে' কেন্দ্র, প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন প্রকাশ সিংহ বাদল
শিরোমনি অকালি দলের এই শীর্ষ নেতা দেশের দ্বিতীয় সর্বোচ্চ সরকারি খেতাব ফিরিয়ে মোদি সরকারকে অস্বস্তিতে ফেলে দিলেন।
নয়াদিল্লি: চলতি কৃষক আন্দোলনের দাবিগুলি সমর্থন করে কেন্দ্রের সরকারকে নিশানা প্রকাশ সিংহ বাদলের। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ অকালি নেতা কেন্দ্রের মোদি সরকার কৃষকদের সঙ্গে বঞ্চনা, বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করে তার প্রতিবাদে পদ্মবিভূষণ খেতাব ফেরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন। শিরোমণি অকালি দলের এই শীর্ষ নেতা দেশের দ্বিতীয় সর্বোচ্চ সরকারি খেতাব ফিরিয়ে মোদি সরকারকে অস্বস্তিতে ফেলে দিলেন। ইতিমধ্যেই কৃষকদের কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন বাতিলের দাবির পক্ষে দাঁড়িয়ে শিরোমণি অকালি দল শাসক জোট ছেড়েছে, মন্ত্রিত্ব ছেড়েছেন দলের মন্ত্রী হরসিমরত কাউর। আর আজ পদ্ম-পুরস্কার বর্জন করে কৃষক আন্দোলন ঘিরে চলতি সংঘাতে নয়া মাত্রা যোগ করলেন বাদল।
গত সেপ্টেম্বরে প্রকাশ করা বিবৃতিতে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল বলেছিলেন, কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য(এমএসপি) ইস্য়ুতে কৃষকদের উত্পাদিত পণ্যের নিশ্চিত বিপণনের বিধিবদ্ধ আইনি গ্যারান্টি দিতে চাইছে না। একগুঁয়েমি দেখাচ্ছে। এর প্রতিবাদেই বিজেপি-এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
শিবসেবা, তেলুগু দেশম পার্টির (টিডিপি) পর শিরোমণি অকালি দলই তৃতীয় বড় শরিক যারা নরেন্দ্র মোদিদের জোট থেকে বেরিয়ে এসেছে।
বাদল দাবি করেছিলেন, কৃষিপণ্যের বিপণন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আনা আইনগুলি বিপন্ন কৃষকদের ক্ষেত্রে আরও মারাত্মক, বিপদ ডেকে আনবে। তিনি আরও বলেন, শিরোমণি বিজেপির সবচেয়ে পুরানো শরিক হওয়া সত্ত্বেও কৃষকদের আবেগকে সম্মান জানাতে আমাদের কথা কানে তোলেনি সরকার।
পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা দলে দলে তাদের দাবিদাওয়া নিয়ে দিল্লি চলো প্রতিবাদ কর্মসূচিতে নামার থেকে এক সপ্তাহের ওপর হয়ে গেল প্রবল অস্বস্তিতে রয়েছে কেন্দ্রের সরকার। উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানার সঙ্গে দিল্লির সীমান্তে নিরাপত্তাবাহিনী কৃষকদের বাধা দিলে সংঘাত হয় দুপক্ষের। ট্রাফিক যানজট তৈরি হয়।
ইতিমধ্যে পঞ্জাবের একাধিক জনপ্রিয় মুখ কৃষকদের সমর্থন করেছেন। ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদও আন্দোলনস্থলে যাচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement