Delhi Airport Roof Collapses: ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদই! কোমর সমান জলও চোখে পড়ল, ব্যবস্থাপনায় প্রশ্ন
Delhi Rains: এবছর আগে বর্ষা ঢুকে পড়ায় এবং পর পর দুর্যোগের ঘটনায় আগে থেকেই লাল সতর্কতা জারি ছিল রাজধানীতে।

নয়াদিল্লি: একরাতের বৃষ্টিতেই নাজেহাল অবস্থা রাজধানীর। রাস্তাঘাট যেমন জলমগ্ন, তেমনই ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও বিঘ্নিত হয়েছে। সেই পরিস্থিতিতেই বিমানবন্দরের গুণমান ও ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। কারণ ঝড়-বৃষ্টিতে বিমানবন্দরের ছাদই খুলে পড়ে। একেবারে জল থৈ থৈ অবস্থা হল বিমানবন্দরের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। (Delhi Airport Roof Collapses)
এবছর আগে বর্ষা ঢুকে পড়ায় এবং পর পর দুর্যোগের ঘটনায় আগে থেকেই লাল সতর্কতা জারি ছিল রাজধানীতে। শনিবার রাত ১১.৩০টা থেকে সেই মতো ঝড়-বৃষ্টি শুরু হয় দিল্লি ও সংলগ্ন এলাকায়। টানা ছ'ঘণ্টা ধরে চলে প্রবল বৃষ্টি। এর ফলে একাধিক এলাকায় জল জমে যায়। প্রবল ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে গাছপালা, বাতিস্তম্ভ। বিমানবন্দরের পরিষেবাও বিঘ্নিত হয়। বহু বিমানকে অন্যত্র ঘুরিয়ে নিয়ে যেতে হয়। দেরিতে ছাড়ে বিমান। (Delhi Rains)
Whenever you visit Delhi airport, don’t miss to watch this spectacular water show.
— Raja 🖤 (@whynotraja) May 25, 2025
pic.twitter.com/lFCINPhA1O
আর সেই আবহেই রবিবার ভোরে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে বড় বিপর্যয় নেমে আসে। ঝড়-বৃষ্টির আঘাত সইতে না পেরে ছাদের একটি অংশ ভেঙে পড়ে সেখানে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, ঝাঁ চকচকে বিমানবন্দরের একটি অংশে ঝর ঝর করে জল পড়ছে উপর থেকে। বিমানবন্দরের কর্মীরা কার্যত নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন সেখানে।
এর কিছু ক্ষণের মধ্যেই হঠাৎ জলের তীব্রতা বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একটি অংশ। সেই সঙ্গে জলের ধারা নেমে আসে। জলে ভেসে যাওয়ার উপক্রম হয় চারিদিক। দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালটিকে ব্যস্ততম বলে ধরা হয়। সেখানে এমন বিপর্যয় ঘটল কেন, কেমন নির্মাণ যে দুর্যোগে ভেঙে পড়ে, প্রশ্ন উঠতে শুরু করেছে।
VIDEO | Delhi rains: The road leading Terminal 3 of IGI Airport is still waterlogged causing inconvenience to travellers. #Delhi #DelhiWeather #Delhirains pic.twitter.com/01O0Q018Dv
— Press Trust of India (@PTI_News) May 25, 2025
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধুমাত্র ১ নম্বর টার্মিনালই নয়, বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ঢোকার মুখের অংশ কার্যত নদীতে পরিণত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও-ও তুলে ধরেছে। গোটা ঘটনায় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।






















