এক্সপ্লোর
তলোয়ার দিয়ে কেটেছেন জন্মদিনের কেক, নাগপুরে যুবক গ্রেফতার
পুলিশের দাবি, ওই অস্ত্র দিয়ে তিনি অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন। তাঁকে অস্ত্র আইন ও মহারাষ্ট্র পুলিশের আইন মোতাবেক গ্রেফতার করা হয়েছে।

ফাইল ছবি
নাগপুর: মহারাষ্ট্রের নাগপুরে তলোয়ার দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা এক যুবককে গ্রেফতার করল নাগপুর পুলিশ। অস্ত্র আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত বছরও গুজরাতের সুরাতে তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কাটায় এক যুবককে গ্রেফতার করা হয়। নাগপুরে ধৃত যুবকের নাম আমন উকিল, বয়স ২৭ বছর। বাড়ি রহাতে নগরে। পুলিশের দাবি, ওই অস্ত্র দিয়ে তিনি অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন। তাঁকে অস্ত্র আইন ও মহারাষ্ট্র পুলিশের আইন মোতাবেক গ্রেফতার করা হয়েছে। গত বছর নভেম্বরে গুজরাতের সুরাতের এক যুবক তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কাটায় গ্রেফতার হন। তাঁর কেক কাটার ভিডিও ভাইরাল হয়ে যায়। তা দেখে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















