এক্সপ্লোর
Advertisement
আজ থেকে দেশে শুরু হচ্ছে অক্সফোর্ড করোনা টিকার দ্বিতীয় পর্য়ায়ের পরীক্ষা
১৮ বছরের বেশী বয়সী ১,৬০০-র বেশি মানুষ এই ট্রায়ালগুলিতে যোগ দেবেন।
নয়াদিল্লি: আজ থেকে দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা টিকার দ্বিতীয় দফার পরীক্ষা শুরু করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। দেশে এই টিকার নাম কোভিশিল্ড, সুস্বাস্থ্যের অধিকারী পূর্ণ বয়স্ক ভারতীয় স্বেচ্ছাসেবীদের ওপর এটি প্রয়োগ করা হবে। পুনের ভারতী বিদ্যাপীঠ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হবে এই পরীক্ষা।
এ ব্যাপারে সিরামের সহযোগী হল ব্রিটিশ-সুইডিশ ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। তাদের সহযোগিতাতেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা টিকা তৈরি করেছে। সিরামের গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর প্রকাশ কুমার সিংহ বলেছেন, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে তাঁরা সব ছাড়পত্র পেয়ে গিয়েছেন, সেই মত আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার পরীক্ষা। তাঁরা নিশ্চিত, ভারতবাসীর জন্য খুব দ্রুত একটি বিশ্বমানের করোনা টিকা নিয়ে আসতে চলেছেন তাঁরা, দেশকে আত্মনির্ভর করে তুলতে এই পদক্ষেপ।
কোভিশিল্ডের দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষার জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সম্মতি ৩ অগাস্ট সিরামের হাতে এসেছে।
পরীক্ষা চলবে ১৭টি নির্দিষ্ট ঠিকানায়। এগুলির মধ্যে রয়েছে দিল্লি এইমস, পুনের বি জে মেডিক্যাল কলেজ, পটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড়, যোধপুর এইমস, গোরক্ষপুরের নেহরু হাসপাতাল, বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিক্যাল কলেজ ও মাইসোরের জেএসএস অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চে।
১৮ বছরের বেশী বয়সী ১,৬০০-র বেশি মানুষ এই ট্রায়ালগুলিতে যোগ দেবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement