এক্সপ্লোর
পিএমসি ব্যাঙ্ক থেকে আমানত তোলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে পিটিশন, কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ককে নোটিস দিল্লি হাইকোর্টের
৪৩৫৫ কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্য আসার পর রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করে বেশ কিছু নির্দেশিকা দেয়, নিষেধাজ্ঞা জারি করে। আমানতকারীরা ৬ মাসে ওই ব্যাঙ্কে জমানো অর্থের ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন বলে জানায় কেন্দ্রীয় ব্যাঙ্ক।

নয়াদিল্লি: আর্থিক সঙ্কটে পড়া পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক লিমিটেডে (পিএমসি) আমানত করা অর্থ তুলে নেওয়ায় বিধিনিষেধ প্রত্যাহার চেয়ে দিল্লি হাইকোর্টে পেশ হল জনস্বার্থ পিটিশন। পিএমসি ব্যাঙ্কের সঙ্কট ক্রমশ গভীর হচ্ছে। ৪৩৫৫ কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্য আসার পর রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করে বেশ কিছু নির্দেশিকা দেয়, নিষেধাজ্ঞা জারি করে। আমানতকারীরা ৬ মাসে ওই ব্যাঙ্কে জমানো অর্থের ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন বলে জানায় কেন্দ্রীয় ব্যাঙ্ক। তারা টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার ফলে আতঙ্কিত হয়ে পড়েন আমানতকারীরা। কয়েকজনের উদ্বেগে, উত্কন্ঠায় মৃত্যু পর্যন্ত হয়েছে বলে দাবি। এহেন নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করা হয়েছে জনস্বার্থ পিটিশনে। এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকার, রিজার্ভ ব্যাঙ্ক, পিএমসি ব্যাঙ্কের অবস্থান জানতে চেয়ে আজ নোটিস জারি করেছে প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি সি হরি শঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ। জনস্বার্থ পিটিশনে পিএমসি ব্যাঙ্কে জমানো আমানতকারীদের অর্থের ১০০ শতাংশ বিমা সুরক্ষার আবেদনও করা হয়েছে। পরবর্তী শুনানি ২০২০-র ২২ জানুয়ারি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















