Indians Stuck in France: মানব পাচারচক্রের শিকার, নাকি বেআইনি অনুপ্রবেশের চেষ্টা! ৩০০-র বেশি ভারতীয় সমেত বিমান আটক ফ্রান্সে
Human Trafficking: সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ওই বিমানে চাপানো যাত্রীদের পাচার করা হচ্ছিল বলে সন্দেহ ফ্রান্সের।
নয়াদিল্লি: এক বা দুই নয়, ৩০০-র বেশি ভারতীয় সমেত একটি বিমানকে আটকানো হল ফ্রান্সে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে নিকারাগুয়া যাওয়ার পথে আটকানো হল বিমানটিকে। বিমানে ৩০০র বেশি ভারতীয় নাগরিক রয়েছে বলে খবর। এই ঘটনায় আন্তর্জাতিক 'মানব পাচার' চক্রের যোগ রয়েছে বলে সন্দেহ করছে ফ্রান্স। ভারতীয় আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যাত্রীদের কাছে পৌঁছনোর অনুমতি পেয়েছে সেখানে ভারতীয় দূতাবাস। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Indians Stuck in France)
ফ্রান্সে ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দেওয়া একটি বিমানকে আটক করা হয়েছে ফ্রান্সের বিমানবন্দরে। ৩০৩ জন ভারতীয় নাগরিক সমেত বিমানটিকে আটকানো হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। কনস্যুলার অ্যাকসেস মেলার পর দূতাবাসের একটি দল পৌঁছেছে ঘটনাস্থলে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, যাত্রীরা সকলে নিরাপদ রয়েছেন কিনা। (Human Trafficking)
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ওই বিমানে চাপানো যাত্রীদের পাচার করা হচ্ছিল বলে সন্দেহ ফ্রান্সের। শুক্রবার প্রযুক্তিগত কারণ দেখিয়ে বিমানটিকে আটকানো হয়। যে বিমানটিকে আটকানো হয়েছে, সেটি রোমানিয়ার চার্টার কোম্পানি লেজেন্ট এয়ারলাইন্সের বিমান। প্রযুক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ফ্রান্সের ভাটরি বিমানবন্দরে নামে বিমানটি। জ্বালানি ভরার কথা জানায়। সন্দেহ জাগলে সেটিকে আটকানো হয়।
French authorities informed us of a plane w/ 303 people, mostly Indian origin, from Dubai to Nicaragua detained on a technical halt at a French airport. Embassy team has reached & obtained consular access. We are investigating the situation, also ensuring wellbeing of passengers.
— India in France (@IndiaembFrance) December 22, 2023
প্যারিসের পাবলিক প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, বিমানে যে ৩০০-র বেশি যাত্রী রয়েছেন, তাঁদের পাচার করা হচ্ছিল বলেই ইঙ্গিত মিলেছে। গোপন সূত্রে খবর মেলাতেই বিমানটিকে আটকানো হয়। ফ্রান্সের সংগঠিত অপরাধ দমন সংস্থা JUNALCO তদন্তে নেমেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে আটক করো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিমানে থাকা ৩০০-র বেশি ভারতীয় মানব পাচারের শিকার হতে পারেন, আবার বেআইনি ভাবে তাঁরা আমেরিকা এবং কানাডায় ঢোকার উদ্দেশেও রওনা দিয়ে থাকতে পারেন, এমন সন্দেহও মাথাচাড়া দিচ্ছে। জানা গিয়েছে, বিমান থেকে নামিয়ে সকলকে টার্মিনাল বিল্ডিংয়ে রাখা হয়েছে আপাতত। সেখানে শোওয়ার ব্যবস্থাও করা হয়েছে সকলের।
এই ধরনের ঘটনার ক্ষেত্রে, এক জন বিদেশি নাগরিককে চার দিন পর্যব্ত আটকে রাখতে পারে সীমান্ত পুলিশ। তবে আদালতের অনুপতি সাপেক্ষে ফ্রান্সে আট দিন পর্যন্ত বিদেশি নাগরিকদের আটকে রাখা যায়। সর্বোচ্চ ২৬ দিন পর্যন্ত আটকে রেখে জিজ্ঞাসাবাদের বিধিও রয়েছে সেখানে। বিমানে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়টি নিয়ে এখনও ধন্দ রয়েছে।