PM Modi : জনসেবায় ২০ বছর মোদির, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ৫ কোটি পোস্টকার্ড পাঠাবে বিজেপি
১৭ সেপ্টেম্বর ৭১ বছরের পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসেবায় পূর্ণ হচ্ছে ২০ বছর। এই উপলক্ষ্যে ওইদিন থেকে ২০ দিনের জন্য মেগা ইভেন্টের আয়োজন করছে বিজেপি।
নয়া দিল্লি : আগামী ১৭ সেপ্টেম্বর ৭১ বছরের পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসেবায় পূর্ণ হচ্ছে ২০ বছর। এই উপলক্ষ্যে ওইদিন থেকে ২০ দিনের জন্য মেগা ইভেন্টের আয়োজন করছে বিজেপি। "সেবা ও সমর্পণ অভিযান" কর্মসূচি শুরু হচ্ছে ওইদিন থেকে। এমনটাই জানিয়েছে বিজেপি।
এক বিবৃতিতে দলের তরফে জানানো হয়েছে, দলের তরফে বড় আকারে স্বচ্ছতা অভিযান ও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে। এছাড়া ২০ দিনের কর্মসূচিতে একাধিক ইভেন্টের আয়োজন করতে হবে বলে নির্দেশ জারি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলের সব রাজ্য ইউনিটকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। এই উপলক্ষে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিজেপির বিভিন্ন বুথ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ৫ কোটি পোস্টকার্ড পাঠানো হবে । "দলীয় সদস্যরা যাতে জনসেবায় নিযুক্ত হন" ...সেই চেষ্টা করার জন্য তাঁকে অভিনন্দন জানানো হবে।
এছাড়া "গরিব মানুষকে ফ্রিতে খাদ্যশস্য ও টিকা" দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে। এজন্য হোর্ডিং লাগানো হবে এই কর্মসূচিতে। এক চিঠিতে দলীয় সদস্যদের বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জীবন নিয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করতে। এর পাশাপাশি নমো অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল ইভেন্টেও যোগ দেওয়া যাবে। দলের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উপলক্ষে সব জনপ্রতিনিধি রেশন বিতরণ কেন্দ্রে যাবেন এবং সেখানে ভিডিও ক্লিপ তৈরি করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে। এর পাশাপাশি দলের যুব সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করবে।
প্রসঙ্গত, পরে বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে দলীয় কর্মীরা ৭১টি জায়গায় গঙ্গা পরিষ্কার অভিযানে নামবেন। দলের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জীবন ও তাঁর সাফল্যের কথা নিয়ে আয়োজিত ইভেন্টে যোগ দিতে বুদ্ধিজীবী এবং বিখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে। বিভিন্ন ভাষায় বিখ্যাত ব্যক্তিত্বদের মতামত ও প্রতিবেদন প্রকাশ করা হবে।