PM Modi: 'এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল', কটাক্ষ মোদির
Modi Attacks Adhir: অনাস্থা প্রস্তাব নাকি শুভ ! আজ্ঞে হ্যাঁ এমনটাই আজকে বললেন মোদি। আর এই বক্তব্যের মাঝেই এদিন অধীরকে নিয়ে তীব্র কটাক্ষ করে কী বললেন প্রধানমন্ত্রী ?
নয়াদিল্লি: তৎকালীন বাজপেয়ী সরকারের সময়েও বিরোধীতা করে অনাস্থা প্রস্তাব অটুট ছিল ! তারই ধারাবাহিকতা চলছে আরকি। আজ মোটেই ঠিক বরাবরের মতো আক্রমণ নয়, বরং কমেডির সুরে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি (PM Modi)। আর সব থেকেই ধারালো কটাক্ষ এল কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধেই (Adhir Ranjan Chowdhury)। তিনি এদিন বলেন, এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল।'
অধীর চৌধুরীকে 'সমবেদনা' মোদির
নরেন্দ্র মোদি এদিন বলেন, '১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, নেতৃত্ব দেন শরদ পাওয়ার। ২০০৩-এ সনিয়া গাঁধী, ২০১৮-য় বলেছিলেন মল্লিকার্জুন খাড়গে। আর এরপরেই কমেডির সুরে মোদি বলেন, 'এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল।' মোদির সংযোজন,'কংগ্রেস অধীর চৌধুরীকে বারবার অপমান করে, হয়তো কলকাতা থেকে কোনও ফোন এসেছিল। অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা', বলে বিরোধী জোটকে কটাক্ষ নরেন্দ্র মোদির।
লোকসভায় মোদিকে কটাক্ষ করেন অধীর, এদিন এল পাল্টা
প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে সদ্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। নীরব মোদির প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর বলেন, টাকা লুঠ করে নীরব মোদি পালিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তাঁকে ছুঁতেও পারেনি। আমি ভেবেছিলাম নীরব মোদি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। মণিপুরের ঘটনা দেখে মনে হচ্ছে নীরব মোদি আমাদের মধ্যেই আছেন। নরেন্দ্র মোদিই 'নীরব' মোদি হয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিতর্কে মন্তব্য করেছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। আর এবার তারই কি পাল্টা এল মোদির তরফে ?
আরও পড়ুন, 'PSC-তে ২৮ নম্বর ৮২ হয়ে গেল, ভাবা যায় ! ', ক্ষোভপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
আক্রমণ যখন আর্শীবাদ
যদিও বিরোধীদের আক্রমণকেই আর্শীবাদের রূপ দিয়ে টিপ্পনির সুর এদিন প্রধানমন্ত্রীর মুখে। এদিন মোদি আরও বলেন, 'ভগবান খুব দয়ালু, কারও কারও মাধ্যমে ইচ্ছে পূরণ করেন। অনাস্থা প্রস্তাব বিরোধীদের অ্যাসিড টেস্ট। বিরোধীদের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ। ২০২৪-এ পুরনো সব রেকর্ড ভেঙে আমরা আরও ভাল ফল করব। ২০১৯-এ বিরোধীদের প্রতি অনাস্থা জানিয়েছে গোটা দেশ।বিরোধীদের কাছে দেশের থেকে বড় দল। গরিবের খিদে নিয়ে চিন্তিত নয় বিরোধীরা, নিজেদের নিয়েই সব চিন্তা বিরোধীদের। অনাস্থা এনে একজোট হয়েছে বিরোধীরা। ফিল্ডিং বিরোধীরা করছে, কিন্তু চার-ছয় খেয়েই চলেছে। এদিকে সেঞ্চুরি হচ্ছে, ওদিকে শুধু নো বল। বিরোধীদের তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদির. ৫ বছর দিয়েছি তো বিরোধীদের, একটু পরিশ্রম করুন না, বিরোধীদের কটাক্ষ মোদির।