PM Modi Cabinet, EXCLUSIVE: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে সম্ভাবনা কী কী?
মন্ত্রিসভায় দেখা যেতে পারে একাধিক নতুন মুখ
বিকাশ ভাদুড়িয়া, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ রদবদল। মন্ত্রিসভায় দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। সূত্রের খবর, ৮ রাজ্যে থেকে তফশিলি জাতি উপজাতির ১২ জন মন্ত্রী হতে পারেন। ৮ জন জন পূর্ণমন্ত্রী হবেন। ৮ জন হবেন আদিবাসী মন্ত্রী হবেন। যার মধ্যে ৩ জন জায়গা পাবেন ক্যাবিনেটে।
সূত্র মারফত জানা গিয়েছে, অনগ্রসর শ্রেণির ২৭ জন মুখ এবার মন্ত্রী হচ্ছেন। যার মধ্যে ৫ জন ক্যাবিনেট মন্ত্রী হবেন। এরমধ্যে ১ জন মুসলিম সম্প্রদায়ের, ১ জন শিখ, ১ জন খ্রিস্ট ধর্মাবলম্বী, ১ জন জৈন, ১ জন বৌদ্ধ ধর্মাবলম্বী। মন্ত্রিসভায় ১১ জন মহিলা সদস্য। যার মধ্যে ২ জন হতে পারেন প্রতিমন্ত্রী।
মন্ত্রীসভার সদস্যদের গড় বয়স ৫৮ বছর। ১৪ জন মন্ত্রীর বয়স ৫০-এর কম। যার মধ্যে ৬ জন ক্যাবিনেটের মন্ত্রী। ৪৬ জন এক আগে মন্ত্রী হয়েছেন। এর আগে ৩ বার মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা রয়েছে ২৩ জন। ৪ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৮ জন প্রাক্তন প্রতিমন্ত্রী। বাকি ৩৫জন প্রাক্তন বিধায়ক। মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্য়ে ১৩ জন পেশায় আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন ইঞ্জিনিয়ার, ৭ জন আমলা।
বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক। সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন। শপথের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাঁদের। বর্তমানে রাজ্য থেকে কেন্দ্রে দুই মন্ত্রী রয়েছেন। তাঁদের একজনকে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে। মন্ত্রিসভা থেকে সরিয়ে রাজ্যে সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার তফশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণিকে জায়গা দেওয়ার মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর কণ্ঠ এবং দাবিকে প্রসারিত করার অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি আগামী দিনে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সব জায়গার কথা মাথায় রেখে এই উদ্যোগ বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।