(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi Virtual Covid-19 Meeting : কোভিড RT-PCR টেস্টে জোর, নাইট কার্ফুর সিদ্ধান্তকে সমর্থন মোদির
এদিকে, করোনা রোজই বাড়াচ্ছে নিজের বহর
দিল্লি : সেকেন্ড ওয়েভে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বেশ কিছু বিষয়ের উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধকালীন তৎপরতায় আগামী কয়েক সপ্তাহে প্রচেষ্টা আরও জোরদার করার কথা বলেছেন তিনি। করোনা মোকাবিলায় কী কী বিষয় লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী, দেখে নেওয়া যাক একনজরে।
১. মানুষ জন করোনা মোকাবিলায় প্রটোকল মানছেন কি না, তা নিয়ে কড়া নিয়মের কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থার উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন মোদি। তাঁর মতে, এক বছর ধরে যুদ্ধ চলার পরে ব্যবস্থা ক্লান্তি অনুভব করতে পারে। শিথিলতা আসতে পারে। কিন্তু আরও ২-৩ সপ্তাহ এটাকে শিথিল হতে দেওয়া চলবে না।
২. টেস্ট, ট্র্যাক, ট্রিটের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় কোভিড পরিস্থিতি উপযোগী আচরণ ও কোভিড ব্যবস্থাপনা প্রয়োজন।
৩. করোনার নতুন করে বাড়বাড়ন্ত রুখতে বিভিন্ন রাজ্য যে নাইট কার্ফু চালু করার সিদ্ধান্ত নিয়েছে তাকেও সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এই ধরনের সিদ্ধান্তগুলিই মনে করায়, প্যানডেমিক এখনও শেষ হয়ে যায়নি। এখনও করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে মানুষ রয়েছে।
৪. RT-PCR টেস্টের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, সংক্রমণকে আটকাতে টেস্ট একমাত্র পথ। এটা জনসাধারণকে বোঝাতে হবে। কোভিডের নমুনা ঠিকমতো সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ। কোভিড সংক্রমিত রোগীর সংখ্যা বেশি সামনে আসুক, তবুও যত বেশি সম্ভব টেস্টিং করিয়ে যেতে হবে।
৫. ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করার কথা মুখ্যমন্ত্রীদের সামনে তুলে ধরেন মোদি। যত বেশি যোগ্য উপভোক্তাকে ভ্যাকসিন দেওয়া যায় এবং ভ্যাকসিনের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে টিকা উৎসবের আয়োজনের পরামর্শ দেন মোদি। যাদের ৪৫ বছরের ওপর বেশি বয়স তাদের ভ্যাকসিন নেওয়াতে সহায়তা করার জন্য যুবক-যুবতীদের অনুরোধ জানান প্রধানমন্ত্রী।