এক্সপ্লোর
টুইটারে ৬ কোটি ছাড়াল প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যা
৬ কোটি ফলোয়ার নিয়ে প্রধানমন্ত্রী এখন টুইটারে বিশ্বের তৃতীয় জনপ্রিয় রাষ্ট্রনেতা।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার টুইটারে তাঁর ফলোয়ার ৬ কোটি ছাড়িয়ে গেল। এই মঞ্চে গোটা বিশ্বে তাঁর মত জনপ্রিয়তা খুব বেশি রাষ্ট্রনেতার নেই। ২০০৯ সালে টুইটারে যোগ দেন মোদি। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে তিনি সংযোগ রেখে চলেছেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়।গত ১০ মাসে তাঁর ফলোয়ার ১ কোটি বেড়েছে। ৬ কোটি ফলোয়ার নিয়ে প্রধানমন্ত্রী এখন টুইটারে বিশ্বের তৃতীয় জনপ্রিয় রাষ্ট্রনেতা। তাঁর আগে শুধু আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তাঁর ফলোয়ার সংখ্যা ১২ কোটি ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফলোয়ার ৮ কোটি ৩০ লক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















